আকাশ থেকে খসে পড়ল অলৌকিক পাথর

বিহার: আকাশ থেকে খসে পড়েছে পাথর৷ তাতে রয়েছে নাকি চৌম্বকশক্তি৷ আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের লৌখানি থানার মহাদেব গ্রামে৷ আকাশ থেকে খসে পড়া পাথরে ৫ ফুটের গর্ত হয়ে গিয়েছে৷ স্থানীয়রা ওই পাথরকে সেটি খুঁডে় বের করে আনেন৷ জানা গিয়েছে, ওই পাথরের ওজন ১৩ কেজি৷ মনে করা হচ্ছে এটি উল্কাপিণ্ডের অংশ৷ সেটি আবার মুখ্যমন্ত্রী নীতীশকুমারের

আকাশ থেকে খসে পড়ল অলৌকিক পাথর

বিহার: আকাশ থেকে খসে পড়েছে পাথর৷ তাতে রয়েছে নাকি চৌম্বকশক্তি৷ আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের লৌখানি থানার মহাদেব গ্রামে৷ আকাশ থেকে খসে পড়া পাথরে ৫ ফুটের গর্ত হয়ে গিয়েছে৷ স্থানীয়রা ওই পাথরকে সেটি খুঁডে় বের করে আনেন৷

জানা গিয়েছে, ওই পাথরের ওজন ১৩ কেজি৷ মনে করা হচ্ছে এটি উল্কাপিণ্ডের অংশ৷ সেটি আবার মুখ্যমন্ত্রী নীতীশকুমারের বাডি়তে নিয়ে যাওয়া হয়৷ তাঁর নির্দেশে পাথরটি নিয়ে যাওয়া হয়েছে একটি জাদুঘরে৷ পাটনার শ্রীকৃষ্ণ বিজ্ঞানকেন্দ্রে বিজ্ঞানীরা এটিকে পরীক্ষা করে দেখবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + one =