ধূমপান নিয়ে বচসা, ১০ টাকার জন্য বন্ধুর হাতে খুন নাবালক

ধূমপান নিয়ে বচসা, ১০ টাকার জন্য বন্ধুর হাতে খুন নাবালক

নয়াদিল্লি: সিগারেটের জন্য মাত্র ১০ টাকা নিয়ে বচসা। আর সেই বচসার জেরেই প্রকাশ্য রাস্তায় রাজধানী দিল্লিতে কুপিয়ে খুন করা হল এক নাবালককে। জানা যাচ্ছে ওই কিশোরের হত্যাকারী তারই চারজন বন্ধু। তাদের মধ্যে গত সোমবার সিগারেট খাওয়া নিয়ে বচসা বাধে। মৃত ওই নাবালক ১০ টাকা দিতে না চাওয়ায় ক্ষোভে তাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয় বলে খবর। সম্প্রতি সামনে এসেছে নয়াদিল্লির মর্মান্তিক এই ঘটনা। আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে রাস্তার ধারে বিজয় নামের এক নাবালকের দেহ উদ্ধার করে পুলিশ। তার পেটে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। দিল্লির স্থানীয় আনন্দ পর্বত এলাকার বাসিন্দা বিজয়কে কে বা কারা খুন করেছে তা নিয়ে সোমবার রাত থেকেই তদন্তে নামে দিল্লি পুলিশ। যে জায়গা থেকে বিজয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে ওই এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন পুলিশ আধিকারিকরা। আর তাতেই সন্ধান মেলে চার অভিযুক্তের। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পাড়ার বন্ধুর হাতেই খুন হয়েছে বিজয় নামের ওই নাবালক। সঙ্গে সঙ্গেই মঙ্গলবার ওই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর পুলিশি জেরার মুখে পড়ে সামনে আসে এই মর্মান্তিক সত্যি। অভিযুক্তরা জানায় মৃত ঐ নাবালক কেবলমাত্র ১০ টাকা দিতে না চাওয়ায় প্রথমে তাদের মধ্যে ঝগড়া হয় এবং সেই ঝগড়া সাংঘাতিক পর্যায়ে পৌঁছালে ওই কিশোরকে কুপিয়ে খুন করে ওই চার অভিযুক্ত।

জানা যাচ্ছে ধৃত চার অভিযুক্তর নাম, প্রবীণ, অজয়, যতীন  এবং সনু কুমার। স্থানীয় এলাকার বাসিন্দা ওই চার যুবকের বয়স কুড়ি থেকে ২৪ বছরের মধ্যে। এই ঘটনার মূল অভিযুক্ত সনু পুলিশকে জানিয়েছে, গত রবিবার বিজয়কে ডেকে সিগারেট খাওয়ার জন্য ১০ টাকা দিতে বলায় বিজয় টাকা দিতে রাজি হয়নি। এরপরই বিজয়ের সঙ্গে সকলের বচসা শুরু হলে শেষে তাকে ছুরি মেরে খুন করে ওই চার যুবক। স্থানীয় সূত্রে খবর, বিজয় পেশায় একজন দরজি ছিল। অন্যদিকে অভিযুক্ত প্রবীণ স্থানীয় একটি কারখানায় কাজ করে, যতীন জুতার দোকানের কর্মী এবং অজয় গাড়িচালক বলে জানা গিয়েছে। অভিযুক্তরা সকলেই আপাতত পুলিশি হেফাজতে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =