হতে পারত বড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হতে পারত বড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Near Miss

জয়পুর: বিধানসভা ভোটের প্রচারে রাজস্থান গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে প্রচারের মাঝেই বড় দুর্ঘটনার কবলে পড়তে পারতেন তিনি, জীবনহানির আশঙ্কাও যে ছিল, তা বলা যায়। তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অমিত শাহ। সৌভাগ্যক্রমে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

আসলে রাজস্থানে ভোট প্রচারের জন্য একটি গাড়িকে রথ হিসাবে সাজিয়ে রাস্তায় বেরিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় বিজেপি নেতারা। দলীয় প্রার্থীদের সমর্থনে একটি রোড শো করছিলেন শাহ। কথা ছিল রাজস্থানের নাগাউরের বিড়িয়ার গ্রাম থেকে পর্বতসর পর্যন্ত রোড শো হবে। এই মতো শুরু হয় প্রচার। তবে পর্বতসরের একটি সরু গলি দিয়ে বেরনোর সময়ই ঘটে বিপত্তি। একটি বিদ্যুতের কেন্দ্রীয় মন্ত্রীর রথের চূড়ায় লেগে ছিঁড়ে যায়। শুধু তাই নয়, তারটি ছিঁড়ে যাওয়ার পর আগুনের স্ফুলিঙ্গও দেখা যায়। 

এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অমিত শাহের রথের পিছনে থাকা সমস্ত গাড়ি থামিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীকেও সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য গাড়িতে। পরে তিনি আরও তিনটি প্রচারসভায় অংশ নেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগে থেকেই জানা ছিল যে ওই রাস্তায় প্রচারে আসবেন কেন্দ্রের মন্ত্রী। তাও কী ভাবে এই বিপত্তি, খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =