নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই রেলযাত্রীদের জন্য বড়সড় ধাক্কা দিল কেন্দ্র৷ নতুন বছরের প্রথম দিন থেকেই বাড়ল রেলের ভাড়া৷ সাধারণ শ্রেণির টিকিট থেকে শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণির রেলের টিকিটের যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে৷ প্রতি কিলোমিটার হিসাবে বর্ধিত ভাড়া ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ৷
নতুন বছর থেকে রেলের ভাড়া বৃদ্ধি হতে পারে৷ এই ইঙ্গিত আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে নতুন ভাড়া ঘোষণা করা হয়েছে৷ আগামীকাল থেকেই নতুন ভাড়া কার্যকর করার ঘোষণা করেছে ভারতীয় রেল৷ মধ্যরাত থেকে বাড়ছে রেলের ভাড়া৷
Ministry of Railways revises the basic passenger fare as per revised passenger fare table published by Indian Railway Conference Association (IRCA), effective from January 1, 2020. pic.twitter.com/SFlDt0bIv1
— ANI (@ANI) December 31, 2019