সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি কেন? মুছে ফেলার নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: আরজি করের ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশে৷ টানা কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা৷ পথে নেমেছে আমজনতা থেকে সেলিব্রিটিরা৷ কিন্তু, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে…

RG Kar Medical College Incident

নয়াদিল্লি: আরজি করের ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশে৷ টানা কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা৷ পথে নেমেছে আমজনতা থেকে সেলিব্রিটিরা৷ কিন্তু, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নির্যাতিতা তরুণীর ছবি৷ প্রকাশ্যে পরিচয়৷ এদই বিষয়টি নজরে আসতেই কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের তরফে তরুণী চিকিৎসকের নাম-পরিচয় মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। এবার কড়া বার্তা এল কেন্দ্রের তরফে। সমস্ত সোশ্যাল মিডিয়ারসমস্ত প্ল্যাটফর্ম থেকে নির্যাতিতা তরুণীর নাম ও পরিচয় মুছে ফেলার নির্দেশ দিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক৷

 

ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ সহ সমস্ত সমাজ মাধ্যম থেকে অবিলম্বে নির্যাতিতার নাম-পরিচয় সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ মানা হয়েছে কি না, সে বিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাইবার আইন বিভাগকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷