#Lockdown3: বর্ধিত লকডাউনে কোথায় কী নিষেধাজ্ঞা? কোথায় ছাড়?

#Lockdown3: বর্ধিত লকডাউনে কোথায় কী নিষেধাজ্ঞা? কোথায় ছাড়?

af84473ce2d08ff4ff20d00f9387d635

 

নয়াদিল্লি: তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়াল কেন্দ্র৷ আগামী দু'সপ্তাহ চলবে লকডাউন। তবে গ্রিন ও অরেঞ্জ জোনে মিলবে শর্তসাপেক্ষ ছাড়। ১৭ মে পর্যন্ত থাকবে লকডাউন৷ শুক্রবার বিকেলে কেন্দ্রীর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেশজুড়ে লকডাউন বাড়ানোর কোথা ঘোষণা করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা সচিব বিপিন রাওয়াত-সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

ডিজাস্টার ম্যানেজমেন্ট ২০০৫ অনুযায়ী কেন্দ্রীয় সরকার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে৷ কারণ, কোভিডি ১৯-এর জেরে দেশজুড়ে যে পরিস্থিত তৈরি হয়েছে তা অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও এখনও সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত লকডাউনের বিধিনিষেধ মেনে গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে লকডাউন শিথিল করা হবে৷ গত ২১ দিন যে সকল জেলা থেকে করোনা আক্রান্তের খবর নেই, সেই সকল জেলাকে গ্রিন জোন বলে চিহ্নিত করা হবে৷ রেড জোনে আক্রান্তের সংখ্যা, আক্রান্ত বৃদ্ধির হার, টেস্টিংয়ের হারের উপর ক্রমাগত নজর রাখা হবে৷