করোনা রুখতে এবার আয়ুষকে গুরুত্ব, মোদির সুপারিশে সম্মতি স্বাস্থ্যমন্ত্রকের

করোনা রুখতে এবার আয়ুষকে গুরুত্ব, মোদির সুপারিশে সম্মতি স্বাস্থ্যমন্ত্রকের

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা প্রতিরোধে এবার আয়ুষ চিকিৎসা ব্যবস্থাকে ব্যবহার করতে চলেছে কেন্দ্র সরকার৷ এই মর্মে বেশকিছু পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷ প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী করোনা রুখতে আয়ুষমন্ত্রকে কাজে লাগানোর বিষয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷

আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য মন্ত্রকের কেন্দ্রীয় যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে জানিয়েছেন, আয়ুষকে কীভাবে ব্যবহার করা যায়৷ আয়ুষকে নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ জানিয়েছেন আয়ুষ গোটা দেশে রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে৷ করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করতে পারে আয়ুষ৷

কেননা, আয়ুষের বিস্তার সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী আয়ুষকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলা হবে৷ করোনা আক্রান্তদের পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে৷ একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন করবে আয়ুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *