ভারতের ১৭০টি জেলাকে হটস্পট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের

ভারতের ১৭০টি জেলাকে হটস্পট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের

নয়াদিল্লি:  করোনা  মোকাবিলায় নয়া কৌশল কেন্দ্রের। করোনা সংক্রমণের ক্ষেত্রে দেশের ৬৪০টি জেলার মধ্যে ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও ২০৭টি জেলাকে। বুধবার কেন্দ্র একথা জা‌নিয়েছে। সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সংক্রমণ ওই জেলাগুলির বাইরে না ছড়াতে পারে। ওই সব হটস্পট অঞ্চলগুলিতে বিশেষ দল থাকবে। সেই দল কেবল কোভিড-১৯ সন্দেহভাজনই নয়, ইনফ্লুয়েঞ্জার চিহ্ন থাকা ব্যক্তি কিংবা শ্বাসকষ্ট থাকলেও তাঁদের করোনা পরীক্ষা করবে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হটস্পটগুলিতে আগামী ২৮ দিন বিধিনিষেধ জারি থাকবে যতদিন না সমস্ত রোগী সুস্থ হয়ে উঠছে কিংবা নতুন করে কেউ সংক্রমিত হচ্ছেন না। গ্রামীণ এলাকায় হটস্পটগুলি ৩ কিমি ব্যাসার্ধে এবং বাফার অঞ্চলে (কমলা জোন) ৭ কিমি ব্যাসার্ধে থাকবে৷

মন্ত্রক আরও জানিয়েছে, রাজ্য ও জেলা প্রশাসনকে সিদ্দান্ত নিতে হবে সংক্রমণের উৎসের ব্যাপারে। শহরাঞ্চলে তা খুঁজে বের করা কঠিন। পাশাপাশি রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় ভাইরাসের সংক্রমণ বাড়ছে সে ব্যাপারে রিপোর্ট রাখতে। এর উপর ভিত্তি করে হটস্পটের তালিকা বদল করা হবে। এটি একটি ক্রমাগত পদ্ধতি বলে জানানো হয়েছে। ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ করোনায় সারা ভারতে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টে জানা গিয়েছে, ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৪০০ জন৷ গত ২৪ ঘণ্টায় ভারতে ১,০৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ভারতে মহারাষ্ট্রের মানুষ সব থেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন৷ এরপর রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান৷ মহারাষ্ট্রে ২৬৮৭ জন, দিল্লিতে ১৫১৬ জন, তামিলনাড়ুতে ১২০৪, রাজস্থানে ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে৷ মধ্যপ্রদেশে ৭৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে৷ সেখানে দেখায় গিয়েথে মহারাষ্ট্রে মৃত্যুর হার সব থেকে বেশি৷ ১০ থেকে ১৫ এপ্রিল মহারাষ্ট্রের পাবলিক হেলফ ডিপার্টমেন্ট তথ্য প্রকাস করে৷  সেই তথ্যের ওপর পরীক্ষানিরীক্ষা চালায় মেডিকাল এডুকেশন অ্যাণ্ড ড্রাগস ডিপার্টমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =