লাফিয়ে বাড়ছে করোনা, একদিনেই আক্রান্ত ৭৭৩, ৩২ জনের মৃত্যু

লাফিয়ে বাড়ছে করোনা, একদিনেই আক্রান্ত ৭৭৩, ৩২ জনের মৃত্যু

imagesmissing

নয়াদিল্লি: ক্রমেই চিন্তা বাড়াচ্ছে করোনা৷ দেশে যে হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে৷  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের৷ নতুন করে করোনার জীবানু মিলেছে ৭৭৩ জনের শরীরে৷ 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, সব মিলেয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,১১৯৷ মৃত্যু হয়েছে ১৪৯ জনের৷ যদিও পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছেন ১৬২ জন মানুষ৷ 

আগরওয়াল বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও বেশি সতর্ক হচ্ছে কেন্দ্র ও প্রতিটি রাজ্য সরকার৷ স্বাস্থ্যকর্মীদের মধ্যে যাতে সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্যও যথাযথ ব্যবস্থা করছে হাসপাতালগুলি৷ কোভিড-১৯ চিকিৎসার জন্য হাসপাতালের সংখ্যা বাড়ানোর দিকে আরও বেশি করে নজর দেওয়া হচ্ছে৷ দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পর্যাপ্ত রয়েছে বলেও জানিয়েছেন যুগ্ম সচিব৷ বিস্তৃতভাবে শুরু হয়েছে করোনা টেস্টিং৷ 

বৈঠকে উপস্থিত, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত ১,২১,২৭১ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে৷ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর হার গোটা দেশের তুলনায় অনেকটাই বেশি৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *