লখিমপুর-কাণ্ডে মন্ত্রী পুত্রকে তলব, বাড়ি গিয়ে দেওয়া হল নোটিশ

লখিমপুর-কাণ্ডে মন্ত্রী পুত্রকে তলব, বাড়ি গিয়ে দেওয়া হল নোটিশ

 

লখনউ:  ৫ দিন পরেও অধরা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র৷ জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ডেকে পাঠানো হল লখিমপুর-কাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্রকে। তলব করল উত্তর প্রদেশ পুলিশ৷ 

আরও পড়ুন- অরুণাচলে ফের লাল ফৌজের অনুপ্রবেশ, জবাব দিল ভারত

আশিস মিশ্রের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়৷ ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ২৭৯, ৩৩৮, ৩০৪এ, ৩০২ এবং ১২০বি ধারায় নোটিস দেওয়া হয়েছে৷ লখিমপুর খেরিতে-পিষে কৃষক হত্যা কাণ্ডে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এদিকে গতকাল সাহারানপুরে আটকানোর পর আজ লখিমপুর যাচ্ছেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু৷ তাঁর সঙ্গে লখিমপুরে যাচ্ছেন পঞ্জাবের বেশ কয়েকজন মন্ত্রী-বিধায়কও৷ 

এদিকে, আশিসের বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র শুরু থেকেই দাবি করেছেন, ঘটনার সময় তিনি বা তাঁর ছেলে কেউই গাড়ির মধ্যে ছিলেন না৷ কিন্তু লখিমপুর কাণ্ডে ক্রমাগত চাপ বাড়াচ্ছিল বিরোধী শিবির৷ পাতে পড়েছিল উত্তরপ্রদেশ সরকার৷ প্রশ্ন উঠেছিল পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়েও৷ এই চাপের মুখেই কার্যত বাধ্য হয়ে আশিস মিশ্রকে ডেকে পাঠায় যোগী পুলিশ৷ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে কাঠগড়ায় তোলা হচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশ-প্রশাসনকে৷

তবে উত্তর প্রদেশ পুলিশের ডিজি মুকুল গয়ালের দাবি, ‘তদন্ত সঠিক পথেই এগোচ্ছে৷ দু’ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ভিডিও ও অন্যান্য  তথ্যপ্রমাণ দিয়ে পুলিশকে সাহায্য করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে৷’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + three =