মিমি-নুসরতকে টেক্কা, তিনিই নাকি সবচেয়ে সুন্দরী সাংসদ!

নয়াদিল্লি: সদ্য প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল৷ ৫৪২ সাংসদের কেউ নতুন, কেউ বা পুরনো মুখ৷ আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে নতুন সরকারের প্রথম অধিবেশন৷ আর মাঝে সাংসদের নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷ তাদের মধ্যে একজন নবনীত রবি রানা৷ যার নাম ঘুরছে নেটিজেনদের মুখে মুখে৷ তিনিই নাকি সাংসদের সবচেয়ে সুন্দরী৷ নবনীত রবি রানার সুন্দর্যে

মিমি-নুসরতকে টেক্কা, তিনিই নাকি সবচেয়ে সুন্দরী সাংসদ!

নয়াদিল্লি: সদ্য প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল৷ ৫৪২ সাংসদের কেউ নতুন, কেউ বা পুরনো মুখ৷ আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে নতুন সরকারের প্রথম অধিবেশন৷ আর মাঝে সাংসদের নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷ তাদের মধ্যে একজন নবনীত রবি রানা৷ যার নাম ঘুরছে নেটিজেনদের মুখে মুখে৷ তিনিই নাকি সাংসদের সবচেয়ে সুন্দরী৷

মিমি-নুসরতকে টেক্কা, তিনিই নাকি সবচেয়ে সুন্দরী সাংসদ!নবনীত রবি রানার সুন্দর্যে নেটিজেনদের নজর কাড়ছেন না টলিউডের দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানও৷ দু’জনের জীবনেই ভোটে দাঁড়ানো এই প্রথমবার৷ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী মিমি, বসিরহাট কেন্দ্র থেকে সংসদে গিয়েছেন নুসরত৷ অন্যদিকে, মহারাষ্ট্রের অমরাবতী লোকসভা কেন্দ্র থেকে রবি রানা জিতেছেন ৩৭ হাজার ভোটে৷ তিনি নির্দল হিসাবেই লড়াই করেছেন৷ প্রফেশনে তিনি একজন অভিনেত্রী৷ তাঁকে দেখা গিয়েছে অভিনয় করতে তেলেগু তামিল পাঞ্জাবি ও কানাড়া সিনেমাতে৷ ২০১৪ সালেও তিনি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন৷ তবে তিনি ভোটে জিততে পারেননি৷ তিনি দ্বিতীয় হয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =