লাখপতি ‘মিম’ নেতা ওয়াইসি ১৫ বছরে কোটিপতি! কীভাবে?

নয়াদিল্লি: ২০১৪ সাল থেকে ২০১৯৷ এই পাঁচ বছরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল বা এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি’র সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় ১৪ কোটি টাকা৷ ২০০৪ সালের প্রথম নির্বাচনে লড়াই করার সময় যেখানে আসাদউদ্দিনের সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৩৯ লক্ষ টাকা, সেখানে গত ১৫ বছরের মধ্যে সেই সম্পদের পরিমাণ কীভাবে এবং কোন সূত্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের

লাখপতি ‘মিম’ নেতা ওয়াইসি ১৫ বছরে কোটিপতি! কীভাবে?

নয়াদিল্লি: ২০১৪ সাল থেকে ২০১৯৷ এই পাঁচ বছরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল বা এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি’র সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় ১৪ কোটি টাকা৷ ২০০৪ সালের প্রথম নির্বাচনে লড়াই করার সময় যেখানে আসাদউদ্দিনের সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৩৯ লক্ষ টাকা, সেখানে গত ১৫ বছরের মধ্যে সেই সম্পদের পরিমাণ কীভাবে এবং কোন সূত্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রায় ১৮ কোটি টাকা হয়ে গেল তা নিয়ে রীতিমতো গোয়েন্দারা৷

ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের বহু নেতা সরাসরি নাম না করে আসাদউদ্দিন ওয়াইসির দল ‘মিম পার্টি’র বিদেশি টাকা জোগাড় নিয়ে প্রশ্ন তুলেছেন৷ ২০০৪ সালে ওয়াইসি ভোটে লড়ার জন্য যে হলফনামা দাখিল করেছিলেন, সেখানে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৩৯ লক্ষ টাকা৷ ২০০৯ সালে তা বেড়ে হয় ৯৩ লক্ষ টাকা৷ মাত্র পাঁচ বছর পর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তা বেড়ে হঠাৎ হয় ৪ কোটি টাকা৷ আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মাত্র পাঁচ বছরে অস্বাভাবিক হারে তা বেড়ে ১৭ কোটি ৯০ লক্ষ টাকারও বেশি হয়েছে৷

তবে একা ওয়াইসি নয়, এই তালিকায় রয়েছেন তাঁর দলের টিকিটে জেতা তাঁর ভাই আকবরউদ্দিন ওয়াইসি৷ ২০০৯ সালের নির্বাচনে আকবরের সম্পত্তির হিসেব জমা পড়েছিল তিন কোটি টাকা৷ কিন্তু, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি টাকা৷ বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক কোনও অজ্ঞাত ফান্ড থেকে টাকা জোগাড় করে গোয়েন্দারা খোঁজ খবর নিতে শুরু করেছেন৷ সেখানেও যে তথ্য উঠে এসেছে তা রীতিমত চমকের৷

হায়দ্রাবাদ থেকে জিতে লোকসভায় সাংসদ হয়েছেন হলেও তাঁর এলাকায় মুসলিমদের অর্থনৈতিক ছবিটা খুবই করুণ৷ হায়দ্রাবাদে বসবাসকারী ৪০ শতাংশ মুসলিমরা গরিব৷ ১৮ শতাংশ বসবাস করেন দারিদ্র্যসীমার নিচে৷ এখনও পর্যন্ত ২৫ শতাংশ শিশু স্কুলের মুখ দেখতে পাননি বলে খবরে প্রকাশ৷ আর হায়দ্রাবাদে বসবাসকারী মুসলিমদের মধ্যে অন্তত ৩৫ শতাংশ শিশু সম্পূর্ণ অশিক্ষিত৷

সেখানে ওয়াইসি নিজের লোকসভা কেন্দ্রে এই অবস্থা, তার পরও ভিন্ রাজ্যে মুসলিমদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে নজর বাড়িয়েছেন তিনি৷ ওয়াইসি’র যুক্তি, দেশে সংখ্যালঘুদের স্বার্থে তাঁর দল লড়াই করতে চাই৷ তাই হায়দ্রাবাদের গণ্ডিতে আটকে থাকলে দেশের অন্যত্র প্রভাব বিস্তারের করতে হবে৷ আর সেই লক্ষ্যে বাংলায় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ওয়াইসি’র দল৷ বিহারের পর এবার তাঁদের লক্ষ্য ২৭ শতাংশ মুসলিম অধ্যুষিত পশ্চিমবঙ্গে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *