ফ্রি রেশন দিচ্ছে ‘শ্রমিক দরদী’, বাস্তবে কতটা সুবিধা পাচ্ছেন পরিযায়ী রা? বলছে সমীক্ষা

ফ্রি রেশন দিচ্ছে ‘শ্রমিক দরদী’, বাস্তবে কতটা সুবিধা পাচ্ছেন পরিযায়ী রা? বলছে সমীক্ষা

1e5aab0b2440e75701a5db61656393f7

নয়াদিল্লি: ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে দুই মাসের জন্য খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ এর জন্য বরাদ্দ করা হয়েছিল ৮ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য৷ কিন্তু দেখা গিয়েছে মে, জুন মাস পর্যন্ত এর মধ্যে আদতে মাত্র ১৩ শতাংশ খাদ্যশস্য পৌঁছেছে পরিযায়ী শ্রমিকদের হাতে৷ 
 

লকডাউনের পর পরিযায়ীদের দুরবস্থার সাক্ষী থেকেছে সারা দেশের মানুষ৷ পরিযায়ী ইস্যুতে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়ে গত মে মাসে তাঁদের জন্য এই বিশেষ প্রকল্প ঘোষণা করে কেন্দ্র৷ 

যাঁদের রেশনকার্ড নেই এমন ৮ কোটি পরিযায়ী শ্রমিককে দু’মাসের জন্য মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু ভোক্তা বিষয়ক, খাদ্য ও জন বিতরণ মন্ত্রক থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে মাত্র ২.১৩ কোটি উপভোক্ত এই প্রকল্পের সুফল পেয়েছে৷ 

গত ১৪ মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন৷ বলেছিলেন, এই প্রকল্প থেকে উপকৃত হবে ৮ কোটি পরিযায়ী শ্রমিক৷ সরকারি তথ্য অনুযায়ী, আত্মনির্ভর ভারত প্রকল্পে বরাদ্দ ৮ লাখ মেট্রিকটন খাদ্যশস্যের মধ্যে গত মে এবং জুন মাসে ৩৬টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল ৬.৩৮ মেট্রিকটন বা ৮০ শতাংশ শস্য তুলে নিয়েছে৷ কিন্তু ৩০ জুন পর্যন্ত বিতরণ করা হয়েছে মাত্র ১.০৭ লাখ মেট্রিকটন শস্য৷ 

পরিসংখ্যান বলছে, দু’মাসের কোটার খাদ্যশস্য সংগ্রহ করা সত্ত্বেও অধিকাংশ রাজ্যই তা পরিযায়ীদের মধ্যে বিতরণ করেনি৷ কমপক্ষে ২৬টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল তাদের বরাদ্দের ১০০ শতাংশ খাদ্যশস্যই সংগ্রহ করে নিয়েছে৷ কিন্তু কোনও রাজ্যেই সম্পূর্ণ খাদ্যশস্য বিতরণ করা হয়নি৷ 

উত্তরপ্রদেশের জন্য প্রায় ১,৪২,০৩৩ মেট্রিকটন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছিল৷ এর মধ্যে ১,৪০,৬৩৭ মেট্রিকটন শস্যই তুলে নিয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য৷ কিন্তু বিতরণ করা হয়েছে মাত্র ৩,৩২৪ মেট্রিকটন খাদ্যশস্য৷ মে মাসে এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন মাত্র  ৪.৩৯ লাখ পরিযায়ী এবং জুন মাসে খাদ্য শস্য পেয়েছে ২.২৫ লাখ৷ 
আবার বিহার তাদের বরাদ্দের ৮৬,৪৫০ মেট্রিকটন শস্যই তুলে নিয়েছে৷ কিন্তু বিতরণ করেছে মাত্র ২.১৩ শতাংশ৷ 

গোয়া, তেলেঙ্গানা সহ ছয় রাজ্য আবার কেন্দ্রকে চিঠি লিখে জানিয়েছে, তাদের পক্ষে এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হয়নি৷ কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান বলেন, ‘‘কিছু রাজ্য পরিযায়ী শ্রমিকদের মধ্যে ঠিকমতো খাদ্যশস্য বিতরণ করছে না৷ যা অত্যন্ত চিন্তার বিষয়৷ গরিবদের প্রতি তাদের আরও বেশি করে সংবেদনশীল হওয়া উচিত৷ আমরা খাদ্যশস্য দিতে কোনও কার্পণ্য করিনি৷ যখন এই খাদ্যশস্য বিনামূল্য দেওয়া হচ্ছে, তখন সমস্যা কোথায়৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *