নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে এবার রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল কেন্দ্র৷ ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের কার্যত বন্দি করতেও কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে নির্দেশি৷ পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে সীমান্ত সিল করে দেওয়ারও নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লকডাউন ভেঙে যদি অন্য কোনও রাজ্য থেকে শ্রমিকরা আসেন, তাহলে তাঁদের জন্য অবিলম্বে তৈরি করতে হবে ‘শেল্টার হোম’৷ সেখানেই ১৪ দিন তাঁদের উপর রাখা হবে পর্যবেক্ষণে৷ রাজ্যকেই তৈরি করতে হবে শেল্টার৷অবিলম্বে পৃথক পৃথক শেল্টার হোম তৈরি করার বিষয়েও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷
একইসঙ্গে করোনা সংক্রমণ রুখতে লকডাউন বিধি কড়া ভাবে পালনের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের বৈঠকের পর ক্যাবিনেট সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের সমস্ত সীমান্ত যেন সিল করে দেওয়া হয়৷ জাতীয় সড়ক ও বিভিন্ন শহরের মধ্যে যাতায়াত রুখতে ব্যবস্থা বেওয়ার আর্জি জানানো হয়েছে৷ তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের যোগান যাতে বজায় থাকে, পণ্যপরিবহণের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেও বলা হয়েছে৷