খিদের জ্বালায় ভাঙল লকডাউন, ক্ষুধার্থ শ্রমিকদের পিটিয়ে তাড়াল পুলিশ

খিদের জ্বালায় ভাঙল লকডাউন, ক্ষুধার্থ শ্রমিকদের পিটিয়ে তাড়াল পুলিশ

927314a620d06ebcf24023813e714bf2

মুম্বই: দিল্লির পর এবার মহারাষ্ট্র৷ খিদের জ্বালায় লকডাউন ভেঙে বান্দ্রা স্টেশনে জমায়েত করলেন পরিযায়ী প্রায় তিন হাজার শ্রমিক৷ লকডাউন বিধি ভঙ্গ করার দায়ে ক্ষুধার্থ পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে তাড়াল মারাঠা পুলিশ৷ প্রশাসনের নাকের ডগায় কীভাবে শ্রমিকদের জমায়েত? প্রশ্নের মুখে মারাঠা সরকারের ভূমিকা৷

জানা গিয়েছে, আজ দুপুর থেকেই দলে দলে বান্দ্রা স্টেশনে হাজির হতে থাকেন পরিযায়ী শ্রমিকদের একাংশ৷ তাঁদের দাবি, তাঁরা আর কোনও ভাবেই থাকতে পারছেন না? দীর্ঘদিন ধরে অনাহারে রয়েছে তাঁরা৷ পকেটের টাকা থাকলেও মিলছে না পর্যাপ্ত খাবার৷ নেই আশ্রয়৷ হয় প্রশাসন বাড়ি ফেরার ব্যবস্থা করুক, নইলে তাঁদের পেট ভরানোর ব্যবস্থা করা হোক৷ নিজেদের বাড়ি ফিরতে চেয়ে আজ পথে নামেন শ্রমিকরা৷ বান্দ্রা স্টেশনে হাজির হয়ে প্রায় তিন হাজার শ্রমিক৷ খাবার নেই, ঘরে ফিরতে চাই৷ শ্রমিকরা তুলতে থাকেন স্লোগান৷ কিন্তু তাতেও গলেনি শাসকের দন্ড৷ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ৷ শ্রমিকদের মারতে মারতে এলাকাছাড়া করে পুলিশের লাঠি দাঁড়িয়ে বাহিনী৷