লজ্জা! করোনা রুখতে কেমিক্যালে চোবানো হল শ্রমিকদের, রুষ্ঠ প্রিয়াঙ্কা

লজ্জা! করোনা রুখতে কেমিক্যালে চোবানো হল শ্রমিকদের, রুষ্ঠ প্রিয়াঙ্কা

6a86f239cbf1df11a35f5d59ed183542

নয়াদিল্লি:  করোনা মুক্ত করতে লকডাউন করা হয়েছে গোটা দেশ৷ এই অবস্থায় গত তিন দিন ধরে দেখা যাচ্ছিল, দিল্লি ছেড়ে মূলত উত্তরপ্রদেশে সপরিবারে ফিরতে শুরু করেছেন শ্রমিক- মজদুররা৷ জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছেন কাতারে কাতারে শ্রমিক৷ সোমবার সকালে এমনই একদল শ্রমিক এসে পৌঁছন উত্তরপ্রদেশের বরেলিতে। কিন্তু শহরে ঢোকার আগেই, তাঁদের পথ আটকায় পুলিশ৷

তাঁদের জীবাণু মুক্ত করার নামে নির্মমভাবে স্নান করানো হয় কেমিক্যাল দিয়ে৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই তোলপার গোটা দেশ৷ সমালোচনার ঝড় উঠছে রাজনৈতিক মহলে৷ প্রশ্ন উঠেছে, করোনাভাইরাসকে খতম করতে গিয়ে এই মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে না তো? এনডিএ সরকারের এই আচরণে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া৷
সোমবার ট্যুইট করে তিনি বলেন, ‘‘এই গরিব শ্রমিকরা আগে থেকেই অনেক কষ্ট ভোগ করছেন৷ তাঁদের অনেক ক্ষতি হয়েছে৷ নতুন করে তাঁদের উপর কেমিক্যাল ঢেলে আর বিপদ বাড়াবেন না৷ এতে তাঁদের রক্ষা করা হবে না৷ বরং তাঁদের স্বাস্থ্যের জন্য এটা আরও বেশি ক্ষতিকর হবে৷’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরপ্রদেশ সরকারের কাছে আমার আবেদন, আমরা সবাই মিলে এই সংকটের মোকাবিলা করছি৷ কিন্তু দয়া করে এমন অমানবিক কাজ করবে না৷’’