নয়াদিল্লি: করোনা মুক্ত করতে লকডাউন করা হয়েছে গোটা দেশ৷ এই অবস্থায় গত তিন দিন ধরে দেখা যাচ্ছিল, দিল্লি ছেড়ে মূলত উত্তরপ্রদেশে সপরিবারে ফিরতে শুরু করেছেন শ্রমিক- মজদুররা৷ জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছেন কাতারে কাতারে শ্রমিক৷ সোমবার সকালে এমনই একদল শ্রমিক এসে পৌঁছন উত্তরপ্রদেশের বরেলিতে। কিন্তু শহরে ঢোকার আগেই, তাঁদের পথ আটকায় পুলিশ৷
তাঁদের জীবাণু মুক্ত করার নামে নির্মমভাবে স্নান করানো হয় কেমিক্যাল দিয়ে৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই তোলপার গোটা দেশ৷ সমালোচনার ঝড় উঠছে রাজনৈতিক মহলে৷ প্রশ্ন উঠেছে, করোনাভাইরাসকে খতম করতে গিয়ে এই মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে না তো? এনডিএ সরকারের এই আচরণে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া৷
সোমবার ট্যুইট করে তিনি বলেন, ‘‘এই গরিব শ্রমিকরা আগে থেকেই অনেক কষ্ট ভোগ করছেন৷ তাঁদের অনেক ক্ষতি হয়েছে৷ নতুন করে তাঁদের উপর কেমিক্যাল ঢেলে আর বিপদ বাড়াবেন না৷ এতে তাঁদের রক্ষা করা হবে না৷ বরং তাঁদের স্বাস্থ্যের জন্য এটা আরও বেশি ক্ষতিকর হবে৷’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরপ্রদেশ সরকারের কাছে আমার আবেদন, আমরা সবাই মিলে এই সংকটের মোকাবিলা করছি৷ কিন্তু দয়া করে এমন অমানবিক কাজ করবে না৷’’
यूपी सरकार से गुजारिश है कि हम सब मिलकर इस आपदा के खिलाफ लड़ रहे हैं लेकिन कृपा करके ऐसे अमानवीय काम मत करिए।
मजदूरों ने पहले से ही बहुत दुख झेल लिए हैं। उनको केमिकल डाल कर इस तरह नहलाइए मत। इससे उनका बचाव नहीं होगा बल्कि उनकी सेहत के लिए और खतरे पैदा हो जाएंगे। pic.twitter.com/ftovaFHR5q
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 30, 2020