পুলিশের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের খণ্ডযুদ্ধ, গ্রেপ্তার ৮০

পুলিশের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের খণ্ডযুদ্ধ, গ্রেপ্তার ৮০

সুরাত: একে করোনায় আক্রান্ত হওয়ার ভয়৷ তার মধ্যে ঘর থেকে এত দূরে৷ হাতে কোনও কাজও নেই৷ সব কিছুর পরেও নিজের বাড়িতে ফিরে যাওয়ার উপায় নেই৷ সারা দেশ জুড়ে চলছে লকডাউন৷ এই পরিস্থিতিতে গুজরাতে আটকে পরা পরিযায়ী শ্রমিকরা টায়ার জ্বালিয়ে, পাথর ছুড়ে বিক্ষোভ দেখাল৷ তাঁদের একটাই দাবি, বাড়ি ফিরিয়ে দিতে হবে৷ পরিস্থিতি সামাল দিতে বিলাশ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সুরাত পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে৷  সুরাতে ৮০ জন পরিযায়ী  পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

শুক্রবাপ রাতে সুরাটে কয়েক শো পরিযায়ী শ্রমিক বিক্ষোভ দেখাতে থাকেন৷ শনিবার স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, তাঁরা নিজেদের বাড়ি ফিরতে চান৷ লকডাউনের জেরে কাজও নেই৷ অন্য দিকে বাড়িও ফিরতে পারছেন না৷ সুরাতের এসিপি সি কে প্যাটেল জানান, পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগ ওডিশার বাসিন্দা৷ তাঁরা জানিয়েছেন, একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে তাঁদের রোজ খেতে দেওয়া হয়৷ কিন্তু সেউ খাবারের কোনও স্বাদ নেই৷ একবেলা খাবারের জন্য তাঁদের প্রতিদিন লম্বা লাইন দিতে হয়৷ সেখান থেকেই পরিযায়া শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে জানা গিয়েছে৷

তিনি মন্তব্য করেন, সুরাতের লাসকানায় কয়েকশো পরিযায়ী শ্রমিক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন৷ কেউ কেউ আবার পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বলে জানা গিয়েছে৷ তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ প্রসঙ্গত, এই দাবিতে ৩০ মার্চ ৯০ জন পরিযায়ী শ্রমিক বিক্ষোভ করেন৷ তাঁরা সেই সময় পুলিশের ওপর হামলা করেন বলেও জানা গিয়েছে৷  গুজরাতে ক্রমেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ গুজরাতে শুক্রবার ১১৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ শুক্রবার পর্যন্ত গুজরাতে করোনায় আক্রান্ত মোট সংখ্যা ৩৭৮ জন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *