মাঝ-আকাশে সংঘর্ষ এড়াল ২ বিমান

নয়াদিল্লি: মুম্বইয়ের আকাশে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল দু’টি বিমান। মাঝ-আকাশে দু’টি বিমানকে সাক্ষাৎ ধ্বংসের হাত থেকে বাঁচাল ট্র্যাফিক কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম (টিসিএএস)। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক কর্তার কথায়, গত ২৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটতে চলেছিল। তিনি বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বা ভারতগামী বিমানগুলির জন্য বন্ধ করে

ca557c83893b317b88ac0c89dee011d2

মাঝ-আকাশে সংঘর্ষ এড়াল ২ বিমান

নয়াদিল্লি: মুম্বইয়ের আকাশে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল দু’টি বিমান। মাঝ-আকাশে দু’টি বিমানকে সাক্ষাৎ ধ্বংসের হাত থেকে বাঁচাল ট্র্যাফিক কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম (টিসিএএস)। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক কর্তার কথায়, গত ২৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটতে চলেছিল।

তিনি বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বা ভারতগামী বিমানগুলির জন্য বন্ধ করে দেওয়ায় ভারতের আকাশসীমায় প্রবল ট্র্যাফিকের জট তৈরি হচ্ছে। আমাদের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কর্মীরা বিষয়টি সামলাতে সক্ষম হলেও দুর্ভাগ্যবশত গত শুক্রবার দু’টি বিমানের মুখোমুখি ধাক্কা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। জানা গিয়েছে, এয়ার ফ্রান্সের বিমান এএফ-২৫৩ ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে প্যারিস যাচ্ছিল। অন্যদিকে, এতিহাদ এয়ারওয়েজের বিমান ইওয়াই-২৯০ আবু ধাবি থেকে নেপালের কাঠমাণ্ডু যাচ্ছিল। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার দরুন, দু’টি বিমানই মুম্বইয়ের আকাশসীমা দিয়ে উড়ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এয়ার ফ্রান্সের বিমানটি ৩২ হাজার ফুট এবং এতিহাদের বিমানটি ৩১ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। সংঘর্ষের সম্ভাবনা আঁচ করেই চরম মুহূর্তে টিসিএএস প্রযুক্তি এটিসিকে বিপদবার্তা পাঠায়। এরপরই এতিহাদের চালককে ৩৩ হাজার ফুট উচ্চতায় উঠে যাওয়ার নির্দেশ দেয় এটিসি। ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *