কোয়াম্বাটুর: তামিলনাড়ুর কুন্নুরে ঘন জঙ্গলে ভেঙে পড়ল সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। এই চপারেই সওয়ার ছিলেন সস্ত্রীক চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত৷ ছিলেন অন্যান্য সেনাকর্তারাও৷ বুধবার দুপুর ১২টা ৪০ নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। মাটিতে পড়তেই তাতে আগুন লেগে যায়৷
আরও পড়ুন- ভেঙে পড়েছে বিপিন রাওয়াতের হেলিকপ্টার, কারা ছিলেন ভেতরে
সুলুর এয়ারবেস থেকে সেনা আধিকারিকদের নিয়ে ওড়ে হেলিকপ্টার। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস কলেজের দিকে যাচ্ছিল। নীলগিরি পার্বত্য অঞ্চলে ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভেঙে পড়ে সেটি। ঘন জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেই বিমান। এখনও পর্যন্ত ১১জনের মৃত্যুর খবর মিলেছে৷
এখনও পর্যন্ত বায়ুসেনার তরফে দুর্ঘটনার সঠিক কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি৷ তবে সূত্রের খবর, হাই ট্রান্সমিশন তার বা বিদ্যুৎবাহী তারে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। কিন্তু সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কী ভাবে এমআই-১৭ কপ্টারটি এত নীচে নেমে এল? সেনা আধিকারিকেরা মনে করছেন আবহাওয়ার জন্যও দুর্ঘটনাটি ঘটতে পারে৷ কারণগত কয়েকদিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম ছিল৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা৷
তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত এমআই-১৭ কপ্টারের ভিতরে সিডিএস বিপিন রাওয়াত ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, নায়েক গুরসেবক সিং, নায়ক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল। জানা গিয়েছে, মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়।