নয়াদিল্লি: কেন্দ্রীয় মানবোন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে অমিত খারে জেএনইয়ের অধ্যাপক চিন্তামনি মহাপাত্র এবং রেজিস্ট্রার প্রমোদ কুমারের সঙ্গে বৈঠক করেন। রবিবার সন্ধ্যায় মুখ ঢাকা দুষ্কৃতীদের হামলার জেরে দুই অধ্যাপক সহ জেএনইউয়ের ২০ জন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হন। কী করে লোহার রড, পাথর, ও অন্যান্য অস্ত্র নিয়ে মুখ ঢাকা ওই দুষ্কৃতীরা জেএনইউয়ের গার্লস হোস্টেলের সামনে প্রবেশ করতে পারল, সেই নিয়ে আলোচানা হয়েছে বলে মনে করা হচ্ছে।
রবিবার সন্ধের দিকে একদল দুষ্কৃতী জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। গালর্স হোস্টেলের সামনে পড়ুয়া ও অধ্যাপকদের মারধর করে। হস্টেল ভাঙচুর করে বলেও অভিযোগ। এরপর থেকে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র সমাজ। রবিবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভ ও মিছিল করেন পড়ুয়ারা। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিদেশ মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এই হামলার তীব্র নিন্দা করেছেন।