এবার নিষিদ্ধ ফেসবুক, তথ্য ফাঁসের দায়ে বন্ধ ৮৯টি বিদেশি অ্যাপ ব্যবহার

ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য বিদেশি অ্যাপ ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এনএসজি-র শীর্ষ আধিকারিকদের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুসারে ১৫ জুলাইয়ের মধ্যে ওই অ্যাপগুলি মুছে ফেলতে বলা হয়েছে। অবসরের পরেও অনেক ক্ষেত্রেই বাহিনীর কার্যকলাপ সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল থাকেন তাই অবসরপ্রাপ্ত আধিকারিকদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর পর এবার আধাসেনা বাহিনীতেও নিষিদ্ধ হল ফেসবুক সহ অন্যান্য বিদেশি অ্যাপের ব্যবহার৷ এমনকি বাহিনীর অবসরপ্রাপ্তরাও এই স্যোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডির একটি ই-মেইলে সামরিক বাহিনীতে বিদেশি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন৷ এরপর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে আধাসেনা কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য বিদেশি অ্যাপ ব্যবহার করা যাবে না৷ এগুলি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এনএসজি-র শীর্ষ আধিকারিকদের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর৷

নির্দেশিকা অনুসারে, ১৫ জুলাইয়ের মধ্যে ওই অ্যাপগুলি মুছে ফেলতে বলা হয়েছে। অবসরের পরেও অনেক ক্ষেত্রেই বাহিনীর কার্যকলাপ সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল থাকেন তাই অবসরপ্রাপ্ত আধিকারিকদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্দেশিকা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

ভারতীয় সামরিক বাহিনীর ওপর পাকিস্তান ও চিনের গোয়েন্দা সংস্থাগুলির অনলাইনে নজরদারি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন একজন কর্মকর্তা। সুরক্ষা ইস্যু এবং সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়টি উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীর জন্য এর আগেই ৫৯টি চিনা অ্যাপ সহ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার, পাবজি, মিলিয়ে মোট ৮৯ টি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অবশ্য বায়ুসেনার তরফে আরও আগেই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতেই তাঁদের এই ধরণের ৮৫ টি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *