Aajbikel

ভোট পরবর্তী হিংসা! রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের

 | 
ভোট পরবর্তী হিংসা! রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের

নয়াদিল্লি: গতকাল শেষ হয়েছে বাংলা বিধানসভা নির্বাচনে ম্যারাথন দৌড়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ভোট মিটতে এই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার চিত্র ধরা পড়ছে এবং তাতে তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যেই আক্রমণ করতে শুরু করেছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক করে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। এবার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করা হয়েছে। 

এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ভোট ফলাফলের ২৪ ঘন্টাও হয়নি এদিকে ইতিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বাংলায়। রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট পরবর্তী হিংসা করে যাচ্ছে। ভোটের ফল বেরিয়েছে মাত্র এক দিনও হয়নি, এখনই যদি এই হিংসা হয় বাংলায় তাহলে পরবর্তী ক্ষেত্রে কী হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। ইতিমধ্যে এই হিংসার ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি এবং একইসঙ্গে বলেছেন যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে যাবে বিজেপি প্রতিনিধি দল। এবার এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করল।


 

এদিন দিলীপ মমতাকে একহাত নিয়ে আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই নিজের হার স্বীকার করতে চান না। নন্দীগ্রামে মানুষ তাঁকে জেতাতে চাননি এটাই বাস্তব। প্রথমে তাদের পক্ষ থেকেই খবর রটিয়ে দেওয়া হয় যে তিনি নন্দীগ্রামে জিতে গিয়েছেন। কিন্তু পরে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয় যে তিনি নয় শুভেন্দু অধিকারী জিতেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয় স্বীকার করতে চাইছেন না। এর পাশাপাশি বিজেপির পারফরম্যান্স নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, বাংলার মানুষ হয়তো বিজেপিকে সরকারে বসানোর যোগ্য মনে করেনি তাই প্রধান বিরোধী শক্তি হিসেবে বসিয়েছে। সাধারণ মানুষ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব বিজেপি নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে জানাচ্ছেন তিনি।

Around The Web

Trending News

You May like