নয়াদিল্লি: ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার দৌলতে দেশ বিদেশের নানা অদ্ভুত কাণ্ডকারখানা আমাদের নজরে আসে। রোজকার কর্মব্যস্ত জীবনে মুঠোফোনের স্ক্রিনে সোশ্যাল মিডিয়া একটা বড়সড় স্বস্তির জায়গা। গুরুগম্ভীর খবরের পাশাপাশি লঘুচালের বিনোদন হিসেবে সোশ্যাল মিডিয়ায় মিমের বিকল্প নেই। সম্প্রতি ভাইরাল হওয়া এক মিম (meme) নিয়েই এখন কার্যত তোলপাড় হয়েছে নেটপাড়া।
সদ্য বিয়ে করা বউ বসে রয়েছেন বিছানায়, ফুলে ফুলে সাজানো ফুলশয্যার ঘর, কিন্তু বিয়ের বরটিকে দেখা যাচ্ছে না তার ধারেকাছে। বিয়ের পোশাকেই তিনি ব্যস্ত রয়েছেন সামনে রাখা কম্পিউটারে। এক মনে করে চলেছেন কাজ। বাস্তবে এহেন কর্মনিষ্ঠ ব্যক্তির কদর থাকতেই পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া এই কর্তব্যজ্ঞানকে আদর্শের চোখে দেখেনি। আর বলা বাহুল্য, তাই আচমকা ভাইরাল হওয়া এই ছবি নিয়ে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা। তৈরি হয়েছে মিম।
সম্প্রতি ট্যুইটার প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ফুলশয্যার রাতে এই বরের কাণ্ড। ভাইরাল ছবিটিতে দেখা গেছে, ডেস্কটপ কম্পিউটারের সামনে বসে কাজ করে চলেছেন সদ্য বিবাহিত ব্যক্তি। বিয়ের পোশাক বদলের অবকাশও পাননি তিনি। আর তাঁর জন্য খাটের উপর বসে অপেক্ষা করছেন সদ্য বিবাহিতা পত্নী। তাঁরও পরণে রয়েছে বিয়ের সাজ। এই নবদম্পতির ছবি নিয়ে যে রসিক মিম গুলি বানানো হয়েছে তার মূল ট্যাগ লাইন হল “একটু দাঁড়াও বাবু”। এর সঙ্গেই যেমন খুশি বাক্য জুড়ে দিয়ে রসিকতার সামিল হচ্ছেন নেট নাগরিকরা।
ঠিক কী ধরণের মিম তৈরি হচ্ছে এই ছবি ও ট্যাগ লাইনকে ঘিরে? ট্যুইটারে ছবিটি শেয়ার করে কেউ লিখছেন, “একটু দাঁড়াও বাবু, আগে আমি আমার কাজ শেষ করি।” আবার কেউ লিখছেন, “একটু দাঁড়াও বাবু, আগে আমি আমার সার্চ হিস্ট্রি (search history) মুছে ফেলি।” কেউ কেউ আবার ট্যুইটারের নোটিফিকেশন দেখার মতো কাজ নিয়েও করেছেন রসিকতা। নবদম্পতির ওই ভাইরাল ছবি ঠিক কোথা থেকে পাওয়া গেল, কী তার উৎস সেসব জানা যায়নি। নেটিজেনদের তা নিয়ে মাথা ব্যথাও নেই বিশেষ। রোজকার কর্মব্যস্ততার মাঝে মজা করার আরো এক রাস্তা খুঁজে নিয়েছেন তাঁরা৷