প্রথম করোনা ভ্যাকসিন কারা পাবেন, বৈঠক কেন্দ্রীয় কমিটি

গত দেড় মাস আগেও কেউ ভ্যাকসিন তৈরিতে এতটা উন্নতি হবে ভাবতে পারেনি। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে সর্বাধিক। তবে আশার আলো দেশে করোনার ভ্যাকসিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ঠিক কবে এই বিষয়ে সেভাবে কেউ নিশ্চিত না হলেও ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির মধ্যে ভারতে করোনার ভ্যাকসিন আসবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের বৈঠক হল, ভারতে কাদের করোনা ভ্যাকসিম আগে দেওয়া হবে। 

 

নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে সর্বাধিক৷ তবে আশার আলো দেশে করোনার ভ্যাকসিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে৷  মাত্র ২ মাসের মধ্যে করোনা টিকা তৈরি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া৷ তবে, ভারতের ক্ষেত্রে কী হবে? ঠিক কবে টিকা আসবে? এনিয়ে সেভাবে কেউ নিশ্চিত না হলেও ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির মধ্যে ভারতে করোনার ভ্যাকসিন আসবে বলে মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের বৈঠক হল, ভারতে কাদের করোনা ভ্যাকসিম আগে দেওয়া হবে৷

আরও পড়ুন- ধুলোমাখা পথে বসেই সারমেয়র শুশ্রূষা, নেটিজেনরা বলল ‘কিংস অফ ইন্ডিয়া’

এই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন ভ্যাকসিন ব্যবহার করা ঠিক হবে। কীভাবে ভ্যাকসিন বিতরণ করা হবে এবং সবার প্রথম কারা এই ভ্যাকসিন পাবেন। তবে কোনও ভ্যাকসিন ব্যবহার করা যথার্থ হবে সেই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বৈঠকে ভ্যাকসিনের আর্থিক যোগান, ভ্যাকসিনের সংগ্রহ ও ভ্যাকসিন যাতে দেশের প্রতিটি কোনায় পৌঁছতে পারে এই বিষয়েও কেন্দ্রীয় দলটি বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানা গিয়েছে। 

আরও  পড়ুন- সঙ্কটজনক ভারতরত্ন প্রণব! ঈশ্বর আমাকে শক্তি দিন, ভেঙে পড়লেন কন্যা-শর্মিষ্ঠা

অন্যদিকে রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, তাদের স্পুটনিক ভি ভ্যাকসিন কেনার জন্য ২০টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে পাঁচটি দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হবে। এই পাঁচটি দেশের মধ্যে ভারত রয়েছে। তবে ভারতের তরফে সেফটি ট্রায়ালের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =