রাফালের ককপিটে বসে ইতিহাস লিখলেন ৫ পাইলট, আসুন তাঁদের সঙ্গে পরিচয় করি

রাফালের ককপিটে বসে ইতিহাস লিখলেন ৫ পাইলট, আসুন তাঁদের সঙ্গে পরিচয় করি

নয়াদিল্লি: ফ্রান্স থেকে ৭ হাজার কিলোমিটার সফর শেষে আজ পাঁচটি রাফাল বিমান আম্বালা বিমান ঘাঁটিতে পৌঁছল। সেই রাফাল বিমানগুলিকে ১৭তম স্কোয়াড্রনের অংশ হিসাবে ভারতের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। যারা 'গোল্ডেন অ্যারো' হিসাবে পরিচিত৷

৩৬টি রাফাল যুদ্ধ বিমানের মধ্যে এদিন ৫টি ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছেছে। ভারতের ফাইটার পাইলটরাই সেগুলি নিয়ে এসেছেন। তাঁদের মধ্যে ক্যাপ্টেন হরকিরাত সিং ভারতে রাফাল নিয়ে আসা দলের নেতৃত্বে ছিলেন৷ তাঁর সঙ্গে দলে ছিলেন, দক্ষিণ কাশ্মীরের এয়ার কমান্ডার হিলাল আহমেদ রথার, ইউপি'র বলিয়া থেকে কমান্ডার মনীষ সিংহ, রাজস্থানের জালোর থেকে উইং কমান্ডার অভিষেক ত্রিপাঠি।

এয়ার কমান্ডার হিলাল আহমেদ রথারকে নিয়ে কাশ্মীরে রাতারাতি আলোচনা শুরু হয়ে গিয়েছে। হিলাল ভারত তথা বিশ্বের সেরা এয়ার কমান্ডার। তিনি জম্বু শহরের নাগরোটা সৈনিক স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৮৮ সালের ১৭ ডিসেম্বর তিনি ভারতীয় বিমানবাহিনীতে পাইলট হিসাবে যোগ দেন। তিনি যথাক্রমে ১৯৯৩ সালে ফ্লাইট লেফটেনন্ট, ২০০৪ সালে উইং কমান্ডার, ২০১৬ সালে গ্রুপ ক্যাপ্টেন এবং ২০১৯ সালে এয়ার কমোডর হয়েছেন।

গ্রুপ ক্যাপ্টেন হরকিরাত সিং ১৭ তম স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার। হরকিরাত প্রথম মিগ-২১ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন। যুদ্ধবিমান এবং নিজের জীবন রক্ষার জন্য তাঁকে ২০০৯ সালে শৌর্যচক্র পুরষ্কার দেওয়া হয়। ২০০৮ সালে তিনি স্কোয়াড্রনে নেতৃত্ব দিয়েছিলেন। সেই বছর ২৩ সেপ্টেম্বর রাতে মিগ-২১ বিমানটি অন্য দুটি বিমানের অনুশীলনের জন্য ইন্টারসেপ্ট ফ্লাইট বাইসনে তোলা হয়েছিল। কিন্তু ৪ কিলোমিটার উচ্চতায় অবরুদ্ধকরণ প্রক্রিয়া চলাকালীন অবস্থায় তাতে হঠাৎ আগুন লেগে যায়। হরকিরাত সেই আগুনকে পরাভূত করে নিরাপদে বিমানটিকে নামিয়ে আনেন।

উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাকওয়া গ্রামের বাসিন্দা মদন সিংহের ছেলে মনীষও রাফাল বিমান ভারতে নিয়ে আসার প্রথম ব্যাচে অন্তর্ভুক্ত। বলিয়া-বাসি যখন মনীষকে রাফাল পাইলটদের গ্রুপ ছবিতে দেখেন তখন তাদের গর্বে বুক ফুলে ওঠে। মনীষ গ্রামের স্কুলে প্রাথমিক পরীক্ষা শেষ করে সৈনিক স্কুলে পড়াশোনা করেছেন। ২০০২ সালে ভারতীয় বিমানবাহিনীতে পাইলট হিসাবে যোগ দেন। ২০১৭-১৮ সালে তিনি গোরক্ষপুরে মোতায়েন ছিলেন।

রাজস্থানের ব্রহ্মপুরির বাসিন্দা অভিষেক ত্রিপাঠি ২০০১ সালে এনডিএ পাস করে ভারতীয় বিমান বাহিনীতে ফ্লাইং অফিসার হিসাবে যোগ দেন। তিনি লেফটেনন্ট, স্কোয়াড্রন নেতৃত্ব হিসাবে কাজ করেছেন, বর্তমানে অম্বালায় উইং কমান্ডার হিসাবে কাজ করছেন।'গোল্ডেন অ্যারো' সোমবার ফরাসি শহর বোদ্রেয়ে'র মেরিনাক এয়ার বেস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর মধ্যে ৩টি সিঙ্গেল সিটার এবং ২টি ডবল সিটার বিমান রয়েছে। ৭০০০ কিলোমিটার পথ পেরিয়ে ভারতে এসেছে এই পাঁচটি রাফাল বিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − five =