করোনার বিরুদ্ধে লড়াই! সংবাদ কর্মীদের বিমার আওতায় আনার দাবি, মোদিকে চিঠি

করোনার বিরুদ্ধে লড়াই! সংবাদ কর্মীদের বিমার আওতায় আনার দাবি, মোদিকে চিঠি

65cde0335575219f28b2088fa5b243cc

নয়াদিল্লি:  নোভেল করোনা নিয়ন্ত্রণে সংবাদ মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। আর এই সংবাদ মাধ্যমের কর্মীরাই যারা করোনা আতঙ্ক উপেক্ষা করেই দিনরাত বাড়ির বাইরে পড়ে থেকে সমস্ত খবর পৌঁছে দিচ্ছেন জনসাধারণের কাছে।  সরকারি পদক্ষেপ, নির্দেশিকা থেকে সতর্কতামূলক বার্তা যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তেমনই এই উদ্ভূত পরিস্থিতিতে মানুষের দুঃখ- দুর্দশার চিত্র, দাবিদাওয়া, প্রয়োজনীয় নানান বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সংবাদ মাধ্যমের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদেরকেও ৫০ লক্ষ টাকার সরকারি বিশেষ বিমার আওতায় আনার অনুরোধ জানালো স্বীকৃত সাংবাদিকদের একটি সংগঠন। এএনআই সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে এই আবেদন জানিয়েছে সাংবাদিকদের ওই সংগঠনটি।

গত বৃহস্পতিবার করোনা নিয়ন্ত্রণে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে উল্লেখ করা হয়েছে যে, কোনও স্বাস্থ্য পেশাদার, যিনি কোভিড -১৯ রোগীর চিকিৎসা করার সময় কোনও দুর্ঘটনার শিকার হলে, তাকে বিমা স্কিমের আওতায় ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সমস্ত সরকারী স্বাস্থ্য কেন্দ্র, সুস্থতা কেন্দ্র এবং কেন্দ্র ও রাজ্য সরকারের আওতাধীন হাসপাতালগুলি এই প্রকল্পের আওতায় আসবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আপনি জানেন এই নজিরবিহীন লকডাউন পরিস্থিতির মধ্যেও মহামারীর সঙ্গে লড়তে কাজ করে যাচ্ছেন মিডিয়া কর্মীরা। যে সংবাদ কর্মীরা প্যান ইন্ডিয়া লেভেলে গুরুত্বপূর্ণ তথ্য প্রচারে সহায়তা করছেন তাদের প্রতি আপনদের খেয়াল করা আর কাজে উৎসাহ দেওয়ার জন্য আপনার কাছেও আমরা কৃতজ্ঞ।” সংগঠনের বক্তব্য সংবাদ মাধ্যমের কর্মীদের লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। সেক্ষেত্রে তাঁরাও একইসঙ্গে স্বাস্থ্য পেশায় যুক্ত কর্মীদের পাশে মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *