আন্দোলন সমর্থন করায় রিহানা-গ্রেটাকে একহাত কেন্দ্রের, স্বাগত জানালো কৃষকরা

আন্দোলন সমর্থন করায় রিহানা-গ্রেটাকে একহাত কেন্দ্রের, স্বাগত জানালো কৃষকরা

নয়াদিল্লি: এটা খুবই দুঃখজনক ব্যাপার যে দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বিদেশীরা। নিজেদের মতো মনোভাব একদল মানুষের ওপর চাপিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হচ্ছে! কৃষক আন্দোলন সমর্থন করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা রিহানা এবং বিখ্যাত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ কৃষকদের প্রতি যে সমর্থন দেখিয়েছেন তার বিরোধিতা করে এভাবেই নিজেদের বক্তব্য পেশ করল ভারত সরকার। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সঠিক তথ্য যাচাই না করে বিক্ষোবের বিষয় নিয়ে মন্তব্য করা একেবারেই উচিত নয়। এই ধরনের পদক্ষেপ ভুল বার্তা ছড়াবে গোটা পৃথিবীতে। 

কেন্দ্রীয় সরকার যে তিনটি কৃষি আইন এনেছে তার বিরোধিতায় বিগত কয়েক মাস ধরে দেশজুড়ে আন্দোলন করছেন কৃষকরা। যদিও কেন্দ্র এখনো তার সিদ্ধান্তে অনড় এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে সবকিছু ভেবেচিন্তেই এই আইন আনা হচ্ছে। তবে কৃষক বিরোধিতার জেরে তারা দেড় বছর আইন স্থগিত রাখার কথা জানিয়েছিল কিন্তু কৃষকরা সেটা মানতে চায়নি। এদিকে প্রজাতন্ত্র দিবসের লালকেল্লা অভিযানের পর থেকে কৃষক আন্দোলনে কিছুটা হলেও ভাটা পড়েছে কারণ জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠছে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিয়ে দিল্লির তিন সীমান্ত ব্যাপক নজরদারি বেষ্টিত করে ফেলেছে প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কৃষক আন্দোলন প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের চাপ বাড়িয়েছে।

 

এদিকে আন্তর্জাতিক পপতারকা রিহানা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় তাকে এক হাত নিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রিহানার তীব্র বিরোধিতা করে তাকে পর্ন গায়িকা বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অন্যদিকে আন্দোলনরত কৃষকরা আন্তর্জাতিক মহলের নজর তাদের ওপর পড়ায় বেশ খুশি। তাড়াতাড়ি যেন আরো বেশি করে যাতে মানুষ এই আন্দোলন সম্পর্কে জানেন এবং সবশেষে কেন্দ্রীয় সরকার তা প্রত্যাহার করতে বাধ্য হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 5 =