জলে ডুবে ৩ IAS পরীক্ষার্থীর মৃত্যু, দায় কার? কড়া অবস্থান দিল্লি পুরসভার

নয়াদিল্লি: বেসমেন্টে চলছিল ইউপিএসসি-র কোচিং সেন্টার। ভারী বৃষ্টি শুরু হতেই হু হু করে ঢুকতে শুরু করে জল৷ সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি তিনি পড়ুয়া৷…

delhi ias

নয়াদিল্লি: বেসমেন্টে চলছিল ইউপিএসসি-র কোচিং সেন্টার। ভারী বৃষ্টি শুরু হতেই হু হু করে ঢুকতে শুরু করে জল৷ সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি তিনি পড়ুয়া৷ জলে ডুবে মৃত্যু হয় ৩ আইএএস পরীক্ষার্থীর৷ জলে ডুবে ৩ আইএএস পরীক্ষার্থীর অকালমৃত্যুর পর থেকেই বর্ষায় অব্যবস্থা নিয়ে তেতে রয়েছে দিল্লি৷ অভিযোগ, পুরনো রাজেন্দ্রনগর এলাকার ওই আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে বেআইনি ভাবে ওই লাইব্রেরিটি তৈরি করা হয়েছিল৷ ঘটনার দিন অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গেই ছিলেন শ্রেয়া, তানিয়া ও নবীন৷ কিন্তু, জলের স্রোত কাটিয়ে তাঁরা আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি৷ ওইখানেই মৃত্যু হয় তিন পড়ুয়ার৷

শনিবারের ঘটনার পর নড়েচড়ে বসেছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনও৷ রাজেন্দ্রনগর এলাকার ঘটনার পর রবিবার অন্য ১৩টি কোচিং সেন্টারের বেসমেন্ট সিল করে দেওয়া হয়৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিক সহ ২ জনকে৷ এই নিয়ে সংসদে ঝড় তুলতে মরিয়ে আপ ও কংগ্রেস৷