শপথ বাক্যে প্রথম বর্ষের ডাক্তারি ছাত্ররা পড়লেন চরক শপথ, বহিস্কৃত ডিএন

শপথ বাক্যে প্রথম বর্ষের ডাক্তারি ছাত্ররা পড়লেন চরক শপথ, বহিস্কৃত ডিএন

মাদুরাই: শনিবার মাদুরাই মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হঠাৎই বিতর্কিত এবং আলোচিত বিষয় হিসেবে রূপান্তরিত হয়েছে যখন কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা ইংরেজির পরিবর্তে সংস্কৃতে শপথবাক্য পাঠ করা শুরু করেন। জানা যাচ্ছে, এদিন নবীন বরণের প্রথমেই ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করার কথা ছিল।

পূর্বনির্ধারিত অনুষ্ঠানসূচী অনুযায়ী, ঠিক সময়মতোই শপথ বাক্য পাঠ করার জন্য উঠে দাঁড়ান সকল ছাত্ররা। কিন্তু গোল বাধে যখন তাঁরা শপথ নেওয়া শুরু করেন। সচরাচর মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা ইংরেজিতে শপথ নিয়ে থাকেন। কিন্তু এই বার ইংরেজির পরিবর্তে ওই কলেজের ছাত্রছাত্রীরা সংস্কৃতে মহর্ষি চরক শপথ পাঠ করা শুরু করেন বলে খবর। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। জানা যাচ্ছে, ঘটনার পরপরই ওই কলেজের ডিএন ডক্টর রতিনভেলকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি এই ঘটনা প্রসঙ্গে ক্যাবিনেট সেক্রেটারিকে জানিয়েছেন, যার শপথটি প্রস্তুত করার কথা ছিল তিনি ভুল করে মহর্ষি চরক শপথ ডাউনলোড করেছিলেন এবং সেটিই তিনি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী এবং আয়কর মন্ত্রী। তাঁদের সামনেই পড়ুয়ারা সংস্কৃতে ওই শপথবাক্য পাঠ করা শুরু করেন বলে খবর। ব্যাপারটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাঁদের থামানো হয়। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকেও জানান। এরপর এই ওই কলেজের ডিএনকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে খবর।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণিয়ম। তিনি ঘটনা প্রসঙ্গে বলেন, কোনভাবেই মোদি সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে রাজ্যে কার্যকর করা যাবে না। ইতিমধ্যেই রাজ্য সরকার তামিলনাড়ুর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কোনও প্রথা ভাঙা যাবে না। এতদিন ধরে রাজ্যে যে সমস্ত নিয়মকানুন চলে আসছে আগামী দিনেও সেই নিয়ম বহাল থাকবে। যে বা যারা এই নির্দেশ লংঘন করবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + five =