মায়াবতীর জন্মদিনে কেক লুট! কী করলেন সমর্থকরা? দেখুন ভিডিও

লখনউ: জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথি অভ্যাগতদের কখনও বার্থডে কেক লুট করতে দেখেছেন? শুনেই গা জ্বলে গেল তাই না। ভাবছেন কীসব ভুল বকছি। সংক্রান্তির পিঠেপুলি খেয়ে বদ হজম হয়ে গিয়েছে। একদমই না, কোনওরকম গোলমাল হয়নি, ভুলও শোনেননি। সত্যি সত্যিই এমনটা ঘটেছে দেশের এক ভিভিআইপি-র জন্মদিনে। আর সেই দিনটি আজ, সেই ব্যক্তি হলেন বহুজন সমাজ পার্টির নেত্রী

dbac517e295a209b5fb21984cde8ecf7

মায়াবতীর জন্মদিনে কেক লুট! কী করলেন সমর্থকরা? দেখুন ভিডিও

লখনউ: জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথি অভ্যাগতদের কখনও বার্থডে কেক লুট করতে দেখেছেন? শুনেই গা জ্বলে গেল তাই না। ভাবছেন কীসব ভুল বকছি। সংক্রান্তির পিঠেপুলি খেয়ে বদ হজম হয়ে গিয়েছে। একদমই না, কোনওরকম গোলমাল হয়নি, ভুলও শোনেননি। সত্যি সত্যিই এমনটা ঘটেছে দেশের এক ভিভিআইপি-র জন্মদিনে। আর সেই দিনটি আজ, সেই ব্যক্তি হলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। এদিন তাঁর ৬৩-তম জন্মদিন। দলীয় সমর্থকরাই নেত্রীর জন্মদিনে ধুমধামের সিদ্ধান্ত নেন। প্রতিবারের মতোই এবারও জাঁকজমকের অন্ত ছিল না।

এমনিতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্য কথা বলছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে শক্ত প্রতিপক্ষের সামনে দাঁড় করাতে দেশজুড়ে বিরোধীরা জোট বাঁধতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টের স্বপ্ন প্রায় বাস্তবায়নের পথে। শুধু বেঁকে বসেছেন সমাজবাদী পার্টির নেতৃত্ব। তাই উত্তরপ্রদেশে যোগী বিরোধী হাওয়া উঠলেও মুলায়ম অখিলেশের একলা চলো নীতি মায়াবতীকেও ভাবাচ্ছে। এমতা বস্থায় জন্মদিন উপলক্ষে বেশ হইচই শুরু হয়েছিল। গান বাঁধা থেকে থিম সং কোনও কিছুই বাদ নেই।

তবে তাল কাটল এদিনের উদাযাপনের মুহূর্তে। দলীয় নেত্রীর জন্মদিনে তৈরি হয়েছিল স্পেশ্যাল কেক, তিন স্তরের সেই কেক সাদার সঙ্গে নীলাভ ক্রিম বেশ দৃষ্টিনন্দন। তবে সেই নান্দনিকতা বেশিক্ষণের জন্য স্থায়ী হল না। নেত্রীর নামে জয়ধ্বনি দিতে দিতে আয়োজকরা মঞ্চে উঠতেই আসরে উপস্থিত সমর্থকরা হইহই করে ছুটে আসেন। আয়োজকরা কিছু বুঝে ওঠার আগেই সমর্থকরা কার্যত কেকের উপরে হামলে পড়েন। আনুষ্ঠানিকভাবে কেক কাটার সময় দেননি কেউই, প্রায়ই ঝাঁপিয়ে পড়ে যে যার সুবিধামতো খুবলে খুবলে কেক তুলে নেয়। সমবেত আক্রমণে ততক্ষণে ত্রিস্তরের কেকের দুটি স্তর উধাও হয়ে গিয়েছে। একেবারে তলার স্তরটি ক্ষতবিক্ষত হয়ে টেবিলে পড়ে আছে।

ঘটনার অভিঘাতে ততক্ষণে কিংকর্তব্য বিমূঢ় আয়োজকরা, চটকা ভাঙতেই সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। যাইহোক, নেত্রীর জন্মদিনের অনুষ্ঠানটি দলীয় সমর্থকরা এমন হাতে করে পণ্ড করে দেবেন, ভাবতে পারেননি বিএসপির-র রাজ্যনেতৃত্ব। এদিকে কেক লুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তরপ্রদেশ জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বড় নেতারা। নেত্রীও কোনও মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *