প্রধানমন্ত্রীর পদ না পেয়ে সংসার ভাঙছেন মায়াবতী? শুরু দোষারোপের পালা

উত্তরপ্রদেশ: জোট করে চমকে দিয়েছিলেন মায়া-অখিলেশ৷ জানিয়েছিলে, দেশের সরকার তাঁরাই গড়বেন৷ কিন্তু, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলাফল হল ঠিক উল্টো৷ জোটের বিপর্যয়ের পর শুরু দোষারোপের পালা৷ জোটের ফলা খারাপ হওয়ার পিছনে এবার সমাজবাদী পার্টিকেই দায়ী করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী৷ মহাজোট ভাঙার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা মায়া৷ সোমবার নির্বাচনী পর্যালোচনা বৈঠকে জোটের বিপর্যয়ের

প্রধানমন্ত্রীর পদ না পেয়ে সংসার ভাঙছেন মায়াবতী? শুরু দোষারোপের পালা

উত্তরপ্রদেশ: জোট করে চমকে দিয়েছিলেন মায়া-অখিলেশ৷ জানিয়েছিলে, দেশের সরকার তাঁরাই গড়বেন৷ কিন্তু, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলাফল হল ঠিক উল্টো৷ জোটের বিপর্যয়ের পর শুরু দোষারোপের পালা৷

জোটের ফলা খারাপ হওয়ার পিছনে এবার সমাজবাদী পার্টিকেই দায়ী করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো  মায়াবতী৷ মহাজোট ভাঙার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা মায়া৷ সোমবার নির্বাচনী পর্যালোচনা বৈঠকে জোটের বিপর্যয়ের জন্য অখিলেশ যাদবকেই দায়ী করেছেন মায়াবতী৷

বৈঠকে মায়াবতী জানিয়েছেন, অখিলেশ তাঁর স্ত্রী ডিম্পলকেই জেতাতে পারেননি৷ কনৌজে হেরেছেন ডিম্পল৷ যে নিজের স্ত্রীকে জেতাতে পারেন না, সে কিনা জোটকে জেতাবে? জোটে অখুশি মায়াবতী জোট ছাড়তে পারেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন৷ এবাবের নির্বাচনে উত্তরপ্রদেশে বিএসপি জিতেছে ১০টি আসনে৷ সমাজবাদীর দখলে মাত্র ৫টি আসন৷ লোকসভার ফল দেখে আগামী বিধানসভা জোট ছাড়তে পারে মায়া৷ নয়া রাজনীতিক উত্তেজনা ফের গো-বলায়কে কেন্দ্র করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =