মুলায়ম-অখিলেশকে বিঁধলেন মায়াবতী, তুললেন গুরুতর অভিযোগ

লখনউ : এবার সরাসরি বাব-ছেলেকে কাঠগড়ায় তুলে আক্রমণ করলেন মায়াবতী৷ মুলায়ম-অখিলেশকে বিঁধে মায়ার অভিযোগ, ‘‘বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমাকে তাজ করিডর দুর্নীতির মামলায় ফাঁসিয়েছিলেন মুলায়ম৷ পিছিয়ে পড়া জাতের লোকজনের জন্য কোনও কাজ করেননি অখিলেশ৷ ফলে লোকসভায় চূড়ান্ত হার হয়েছে জোটের৷’’ ২০১২ সালে মায়াবতী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তাজমহলের সৌন্দর্যায়ণের জন্য ১৭ কোটি টাকার তাজ হেরিটেজ

মুলায়ম-অখিলেশকে বিঁধলেন মায়াবতী, তুললেন গুরুতর অভিযোগ

লখনউ : এবার সরাসরি বাব-ছেলেকে কাঠগড়ায় তুলে আক্রমণ করলেন মায়াবতী৷ মুলায়ম-অখিলেশকে বিঁধে মায়ার অভিযোগ, ‘‘বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমাকে তাজ করিডর দুর্নীতির মামলায় ফাঁসিয়েছিলেন মুলায়ম৷ পিছিয়ে পড়া জাতের লোকজনের জন্য কোনও কাজ করেননি অখিলেশ৷ ফলে লোকসভায় চূড়ান্ত হার হয়েছে জোটের৷’’

২০১২ সালে মায়াবতী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তাজমহলের সৌন্দর্যায়ণের জন্য ১৭ কোটি টাকার তাজ হেরিটেজ করিডর প্রকল্প তৈরি হয়৷ একবছর পর সুপ্রিম কোর্টের ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়৷ ওই দুর্নীতি মামলা ছাড়াও আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে মায়াবতীর বিরুদ্ধে৷ মায়াবতীর শাসনকালে রাষ্ট্রায়ত্ত ২১টি চিনিকল বিক্রি নিয়েও তদন্তে নামে সিবিআই৷ চিনিকল বিক্রিতে ১১৭৯ কোটি টাকার লোকসান হয় রাজ্য সরকারের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *