লখনউ: ভোটের প্রচারের সময় কমিয়ে দেওয়ায় কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন সমাজ পার্টির প্রধান মায়াবতী৷ বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে লিখিত বিবৃত পাঠ করেন মায়া৷ বলেন, ‘‘এখন এটা পরিষ্কার, পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদি ও অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। এটা ভয়ঙ্কর প্রবণতা। তা দেশের প্রধানমন্ত্রী পক্ষে শোভা পায় না।’’
মমতার পাশে দাঁড়িয়ে মায়ার বার্তা প্রকাশ্যে আসতেই পাল্টা সুর চড়িয়েছেন মোদি৷ বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের জনসভা থেকে মোদির কটাক্ষ, ‘‘ক্ষমতায় লোভে আজ মায়াবতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷ গণতান্ত্রিক ব্যবস্থা আঘাত করতে চাইছে৷’’
PM Narendra Modi in Mau: SP-BSP has given ticket to a person here who is an absconder in a rape case. SP has this history in UP, people know, but Behen ji will you seek votes for such candidates? pic.twitter.com/l65aIFRJUz
— ANI UP (@ANINewsUP) May 16, 2019
এদিন বহুজন সমাজ পার্টির মায়াবতী বলেছেন, ‘‘মোদির সভার জন্যই রাত দশটার পর প্রচার বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে। বন্ধই যদি করতে হয়, তবে এদিন সকাল থেকেই তা করা হল না কেন? নির্বাচন কমিশন রাজনৈতিক চাপে নতিস্বীকার করেছে।’’
Mayawati: Election Commission has banned campaigning in West Bengal, but from 10 pm today just because PM has two rallies in the day. If they had to ban then why not from today morning? This is unfair and EC is acting under pressure pic.twitter.com/s7v0xpvAkO
— ANI (@ANI) May 16, 2019
নির্বাচন কমিশনের নির্দেশে প্রচারের সময় একদিন কমে যাওয়ায় বৃহস্পতিবার দিনভরই তুঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুটি সভা রয়েছে। একটি মথুরাপুরে, অন্যটি দমদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে চারটি। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। মমতার দুটি রোড শোও রয়েছে এদিন।