এবার থেকে মাতৃত্বকালীন ছুটি হোক ৯ মাসের, এল প্রস্তাব

এবার থেকে মাতৃত্বকালীন ছুটি হোক ৯ মাসের, এল প্রস্তাব

নয়াদিল্লি: মাতৃত্বকালীন ছুটি নিয়ে বড় আর্জি৷ এবার থেকে মাতৃত্বকালীন ছুটি হোক ৯ মাসের। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থাকে এই বিষয়টি বিবেচনা করে দেখার প্রস্তাব দিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পল। সোমবার বণিকসভা ফিকি’র মহিলা সংগঠনের তরফে একটি বিবৃতিতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে সংসদে পাশ হয় সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল, ২০১৬। নয়া আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বেড়ে ২৬ সপ্তাহ করা হয়। কিন্তু ছুটির মেয়াদ আরও বৃদ্ধি করার পক্ষেই নীতি আয়োগ কর্তা।

এদিনের বিবৃতিতে নীতি আয়োগের সদস্য ভি কে পল সদ্যোজাত শিশুদের যথাযথ ভাবে লালনপালন ও প্রবীণদের দেখভালের বিষয়টি নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, এব্যাপারে সামগ্রিক রূপরেখা তৈরির জন্য বেসরকারি সংস্থাগুলির উচিত নীতি আয়োগকে সাহায্য করা। পাশাপাশি শিশুদের জন্য আরও বেশি করে ক্রেশ খোলার পক্ষেও সওয়াল করেন তিনি। পলের মতে, এর ফলে আগামী দিনে শিশু এবং প্রবীণদের দেখভালের জন্য কয়েক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করতে প্রস্তুত কেন্দ্র। তবে এই বিষয়টি বাস্তবায়নে  সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকে একযোগে আলোচনায় বসার প্রয়োজন রয়েছে বলেও জানান বণিকসভা ফিকি’র মহিলা সংগঠন৷