মাসুদের ঘুম উড়িয়ে কড়া ব্যবস্থা আমেরিকার

ওয়াশিংটন: মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার সবরকম মাপকাঠি রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া আঞ্চলিক শান্তি ও স্থায়িত্বের পক্ষে ক্ষতিকর। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আরও একবার সাফ জানাল আমেরিকা। পরপর বেশ কয়েকটি জঙ্গি হানার পিছনে রয়েছে মাসুদ আজহারের। পুলওয়ামার ঘটনার পর আমেরিকা, ব্রিটেনে ও ফ্রান্স নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছে মাসুদের বিরুদ্ধে।

মাসুদের ঘুম উড়িয়ে কড়া ব্যবস্থা আমেরিকার

ওয়াশিংটন: মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার সবরকম মাপকাঠি রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া আঞ্চলিক শান্তি ও স্থায়িত্বের পক্ষে ক্ষতিকর। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আরও একবার সাফ জানাল আমেরিকা।

পরপর বেশ কয়েকটি জঙ্গি হানার পিছনে রয়েছে মাসুদ আজহারের। পুলওয়ামার ঘটনার পর আমেরিকা, ব্রিটেনে ও ফ্রান্স নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছে মাসুদের বিরুদ্ধে। বাদ সাধছে চিন। তবে এবার বাকি সদস্যরা আশা করছে, চিন এবার আপত্তি করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *