মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর গায়ে হস্তমৈথুন, মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর দ্বারস্থ যুবতী

নয়াদিল্লি: মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর গায়ে হস্তমৈথুনের অভিযোগ৷ মহিলার যাত্রীর অভিযোগ, তিনি যখন স্টেশন থেকে নামছিলেন, তখনই তাঁকে দেখে ওই কুকর্ম করে অভিযুক্ত এক ব্যক্তি৷ আপত্তিকর পরিস্থিতি কাটিয়ে উঠে ওই মহিলা যাত্রী ক্ষোভ উগরে দেন টুইটারে৷ মুখ্যমন্ত্রী-সহ রেল কর্তৃপক্ষর কাছে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি টুইটে লেখেন,

মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর গায়ে হস্তমৈথুন, মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর দ্বারস্থ যুবতী

নয়াদিল্লি: মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর গায়ে হস্তমৈথুনের অভিযোগ৷ মহিলার যাত্রীর অভিযোগ, তিনি যখন স্টেশন থেকে নামছিলেন, তখনই তাঁকে দেখে ওই কুকর্ম করে অভিযুক্ত এক ব্যক্তি৷ আপত্তিকর পরিস্থিতি কাটিয়ে উঠে ওই মহিলা যাত্রী ক্ষোভ উগরে দেন টুইটারে৷ মুখ্যমন্ত্রী-সহ রেল কর্তৃপক্ষর কাছে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি টুইটে লেখেন, ‘‘আমি মানসিক ভাবে বিপর্যস্ত৷ লজ্জিত৷ মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ মেট্রোয় যা হল, তা মেনে নিতে পারছি না৷ মুখ্যমন্ত্রী মেয়েদের বিনামূল্যে দিল্লি মেট্রো রেলের পরিষেবা দিচ্ছেন, কিন্তু, নিরাপত্তার দিকটা একটু দেবন না? আমরা চাই নিরাপত্তা৷ বাইরে বেরোতে আমরা ভয় পাচ্ছি৷ আচ্ছা, বলুন তো গুরগাঁওয়ের মতো এলাকা ৯টা ২৫কি খুব ‌রাত?’’

হুডা মেট্রো স্টেশনে গোটা ঘটনার কথা টুইটে লেখেন ওই মহিলা যাত্রী৷ লেখেন, ‘‘আমি তখন স্টেশন থেকে নামছিলাম চন্ত শিড়ি দিয়ে৷ তখনই আমি বুঝতে পারি, আমার পিছনে কিছু একটা ঘটছে৷ যা লেখার অযোগ্য৷ পিছনে তাকাতেই দেখি, আমার পিছনেই একজন দাঁড়িয়ে৷ বুঝতে পারি, লোকটি আমার পিছনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছে৷ আমি তাকে ঠাসিয়ে চড়ও মারি৷ উল্টে, ওই লোকটি আমাকে গালিগালাজ করে৷ পথচলতি জনতাও হা করে আমার মুখের দিকে তাকিয়ে ছিল৷ আমি চিৎকার করে সাহায্য চাই৷ পুলিশও এগিয়ে আসেনি৷ এতেই লোকটি পালিয়ে যায়৷  ওই রাতেই আমি গুরুগ্রাম পুলিশের ফেসবুকে লিখিত অভিযোগ করি৷ সেটি পড়েও কেউ কোনও উত্তর দেয়নি৷ দিল্লি মেট্রো সংস্থাকেও টেক্সট করি৷ তখন আমাকে ডেকে পাঠানো হয়, সিসিটিভি দেখে লোকটিকে চিহ্নিত করতে৷ আমি গিয়ে চিনিয়ে দিয়ে এসেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + seven =