লোকসভা ভোটের আগে বড়সড় জঙ্গি হামলা, শহিদ ১৮ জওয়ান, জখম ৩০

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আইইডি বিস্ফোরণ৷ আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জওয়ানের মৃত্যু হয়েছে৷ জখম ৩০ সিআরপিএফ জওয়ান৷ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে এই হামলার দায় শিকার করা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে পুলওয়ামা হাইওয়েতে সিআরপিএফ কনভয় লক্ষ করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়৷ বিস্ফোরণের জেরে ১৮ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃত্যু নিশ্চিত করতে জঙ্গিরা

0d6b5126ecfdfdd2e230d422723b96d8

লোকসভা ভোটের আগে বড়সড় জঙ্গি হামলা, শহিদ ১৮ জওয়ান, জখম ৩০

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আইইডি বিস্ফোরণ৷ আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জওয়ানের মৃত্যু হয়েছে৷ জখম ৩০ সিআরপিএফ জওয়ান৷ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে এই হামলার দায় শিকার করা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে পুলওয়ামা হাইওয়েতে সিআরপিএফ কনভয় লক্ষ করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়৷ বিস্ফোরণের জেরে ১৮ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃত্যু নিশ্চিত করতে জঙ্গিরা গুলি চালায় বলেও খবর৷ গোটা ঘটনায় ৩০ জনের বেশ সেনাকর্মী জখম হয়েছেন বলে খবর৷

এদিনের এই বিস্ফোরণের ঘটনায় সিআরপিএফের একটি বাস পুরোপুরি উড়ে যায়৷ ওই বাসেই ছিলেন ১৫ সদস্যের সিআরপিএফ জাওয়ান৷ বিস্ফোরণে জওয়ানদের বাস পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়৷ বিস্ফোরণের তীব্রতায় আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ জানা গিয়েছে, এদিন সেনা কনভয়ে একটি বিস্ফোরক ভরতি গাড়ি ধাক্কা মারে৷ দুই গাড়ির সংঘর্ষের জেরে বিস্ফোরণ ঘটে৷ গাড়ি বিস্ফোরণের জেরে তিনটি ব্যাটালিয়নের কমপক্ষে ৩০ থেকে ৩৫ সিআরপিএফ জওয়ান আহত হন৷ জানা গিয়েছে, এদিন আড়াই হাজার সিআরপিএফ জওয়ানের একটি কনভয় রওয়ানা দেয়৷ তবে, কমভয়ের প্রথমে থাকা তিন চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷

বুধবার পাক জঙ্গিদের নিশানায় আসে একটি স্কুল৷ বিস্ফোরণে জখম হন বহু পড়ুয়া৷ ১২ পড়ুয়াকে হাসপাতালে ভরতি করা হয়৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷ বুধবার দুপুরে স্কুল চলাকালীন কাশ্মীরের একটি স্কুলে জঙ্গিরা বিস্ফোরণ ঘটনায়৷ ঘটনার পিছনে লস্কর ই তৈবার হাত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনা৷ মুড়ে ফেলা হয় গোটা এলাকা৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সেনা৷

জানা গিয়েছে, এদিন দুপুরে আড়াইটে নাগাদ স্কুল চালাকালীন ক্লাস রুমে প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুলওয়ামার একটি বেসরকারি স্কুল৷ বিস্ফোরণের সময় প্রায় শ’তিনেক পড়ুয়া স্কলে হারিজ ছিলেন৷ বিস্ফোরণের শব্দে পড়ুয়াদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *