আজ আযোধ্যায় মেগা শিলান্যাস, বিশাল তাবু, এলসিডি স্ক্রিন, সুরক্ষা বলয়ে রাম-দুর্গ

আজ আযোধ্যায় মেগা শিলান্যাস, বিশাল তাবু, এলসিডি স্ক্রিন, সুরক্ষা বলয়ে রাম-দুর্গ

 

লখনউ: আজ অযোধ্যায় স্থাপিত হবে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর৷ এই ঐতিহাসিক ক্ষণের আগে আলোর রশানাইয়ে সেজে উঠেছে রামলালার জন্মভূমি৷ সরযূর তীরে অযোধ্যা নগরীর পূণ্য ভূমিতে ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে রামলালার মন্দিরের শিলান্যাসের অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জোড় কদমে চলছে শেষ পর্যায়ের কাজ৷ 

আরও পড়ুন- রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের উপর ভোট রাজনীতির সমীকরণ কষছে গেরুয়া শিবির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সহ আজ ভূমি পুজোয় উপস্থিত থাকবেন ১৭৫ জন অতিথি৷ ভূমি পুজোর স্থানে টানানো হয়েছে বিশালা একটা শামিয়ানা৷ রয়েছে বৃষ্টি প্রতিরোধক ব্যবস্থা৷ বৃষ্টির জন্য ভূমি পুজোয় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার যথাযথ বন্দোবস্ত করা হয়েছে৷ আচ্ছাদিত অঞ্চলের একটি অংশ ভূমিপুজোর জন্য চিহ্নিত করা হয়েছে৷ প্রায় ৪০০ স্কোয়্যার ফিট জায়গা হবে৷ এই অংশের সীমারেখা ৯টি খুঁটি দিয়ে চিহ্নিত করা হয়েছে৷ নির্দিষ্ট অংশের ঠিক মধ্যিখানে রয়েছে ২ ফুট উঁচু সাদা রঙের স্মারকস্তম্ভ৷ ১৯৮৯ সালে এই জায়গাতেই ‘শিলান্যাস’ করা হয়েছিল৷ আজ এই অংশেই হবে ভূমি পুজো৷ চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি৷  

আরও পড়ুন- কেমন হবে নতুন রাম মন্দিরের চেহারা? নকশা প্রকাশ কেন্দ্রের

যে জায়গায় ভূমিপুজো করা হবে, তার ঠিক পিছনেই লাগানো হয়েছে একটি বিশালাকার টিভি স্ক্রিন৷ এই স্ক্রিনে দেখা যাবে লাইভ অনুষ্ঠান৷ এখানেই ফুটে উঠেছে একটি বার্তা৷ যেখানে বলা হয়েছে, ভূমি পুজোয় শিলান্যাস করবেন নমো৷ এছাড়াও ভূমিপুজো উপলক্ষে গড়ে তোলা হয়েছে একটি মঞ্চও৷ 

ভূমি পুজোর দিন ১.২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে সরযূ নদীর তীরে৷ ভগবান শ্রী রামের জীবন কাহিনী কারু শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আশেপাশের দেওয়ালে৷ সেই সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা নগরীকে৷ রাস্তাঘাট জীবাণু মুক্ত করার কাজও প্রায় সারা৷ থাকছে কড়াকড়ি৷ সোশ্যাল ডিস্টেনসিং মেনেই হবে অনুষ্ঠান৷ 

আরও পড়ুন- SSC-র শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছ্বতা, গুরুতর অভিযোগ চাকরিপ্রার্থীদের

প্রসঙ্গত, শুধুমাত্র হিন্দু ধর্মীয় প্রধানরাই নন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে লখনউ-এর সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, শিখ ধর্মগুরু এবং অন্যান্য ধর্মের প্রধানদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =