আজ আযোধ্যায় মেগা শিলান্যাস, বিশাল তাবু, এলসিডি স্ক্রিন, সুরক্ষা বলয়ে রাম-দুর্গ

আজ আযোধ্যায় মেগা শিলান্যাস, বিশাল তাবু, এলসিডি স্ক্রিন, সুরক্ষা বলয়ে রাম-দুর্গ

6dafef4ea03d49d833bed2309b2a8fcb

 

লখনউ: আজ অযোধ্যায় স্থাপিত হবে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর৷ এই ঐতিহাসিক ক্ষণের আগে আলোর রশানাইয়ে সেজে উঠেছে রামলালার জন্মভূমি৷ সরযূর তীরে অযোধ্যা নগরীর পূণ্য ভূমিতে ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে রামলালার মন্দিরের শিলান্যাসের অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জোড় কদমে চলছে শেষ পর্যায়ের কাজ৷ 

5c545c9f6de65436df3ed5d4184d4c28

আরও পড়ুন- রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের উপর ভোট রাজনীতির সমীকরণ কষছে গেরুয়া শিবির

0a931a7dddec65b5339f1119717178f6

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সহ আজ ভূমি পুজোয় উপস্থিত থাকবেন ১৭৫ জন অতিথি৷ ভূমি পুজোর স্থানে টানানো হয়েছে বিশালা একটা শামিয়ানা৷ রয়েছে বৃষ্টি প্রতিরোধক ব্যবস্থা৷ বৃষ্টির জন্য ভূমি পুজোয় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার যথাযথ বন্দোবস্ত করা হয়েছে৷ আচ্ছাদিত অঞ্চলের একটি অংশ ভূমিপুজোর জন্য চিহ্নিত করা হয়েছে৷ প্রায় ৪০০ স্কোয়্যার ফিট জায়গা হবে৷ এই অংশের সীমারেখা ৯টি খুঁটি দিয়ে চিহ্নিত করা হয়েছে৷ নির্দিষ্ট অংশের ঠিক মধ্যিখানে রয়েছে ২ ফুট উঁচু সাদা রঙের স্মারকস্তম্ভ৷ ১৯৮৯ সালে এই জায়গাতেই ‘শিলান্যাস’ করা হয়েছিল৷ আজ এই অংশেই হবে ভূমি পুজো৷ চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি৷  

আরও পড়ুন- কেমন হবে নতুন রাম মন্দিরের চেহারা? নকশা প্রকাশ কেন্দ্রের

85c6365dd91b82fd04634bebab948f6e

যে জায়গায় ভূমিপুজো করা হবে, তার ঠিক পিছনেই লাগানো হয়েছে একটি বিশালাকার টিভি স্ক্রিন৷ এই স্ক্রিনে দেখা যাবে লাইভ অনুষ্ঠান৷ এখানেই ফুটে উঠেছে একটি বার্তা৷ যেখানে বলা হয়েছে, ভূমি পুজোয় শিলান্যাস করবেন নমো৷ এছাড়াও ভূমিপুজো উপলক্ষে গড়ে তোলা হয়েছে একটি মঞ্চও৷ 

ভূমি পুজোর দিন ১.২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে সরযূ নদীর তীরে৷ ভগবান শ্রী রামের জীবন কাহিনী কারু শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আশেপাশের দেওয়ালে৷ সেই সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা নগরীকে৷ রাস্তাঘাট জীবাণু মুক্ত করার কাজও প্রায় সারা৷ থাকছে কড়াকড়ি৷ সোশ্যাল ডিস্টেনসিং মেনেই হবে অনুষ্ঠান৷ 

আরও পড়ুন- SSC-র শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছ্বতা, গুরুতর অভিযোগ চাকরিপ্রার্থীদের

প্রসঙ্গত, শুধুমাত্র হিন্দু ধর্মীয় প্রধানরাই নন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে লখনউ-এর সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, শিখ ধর্মগুরু এবং অন্যান্য ধর্মের প্রধানদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *