devotees
অযোধ্যা: গতকাল মহাসমারোহে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট৷ সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলেও জনসাধারণ তাঁর দর্শন পাননি৷ মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা৷ আর মন্দিরের দরজা খুলতেই রামলালার দর্শন পেতে উপচে পড়ল ভিড়। কাকভোর থেকেই মন্দিরের সামনে জনজোয়ার। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়৷ সেই সঙ্গে ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ পুণ্যার্থীদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। দরজা খুলতেই আছড়ে পড়ে ভিড়৷ হুড়মুড় করে মন্দিরে ঢুকতে থাকে মানুষ। যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়।
মন্দিরের দরজা খোলার মুহূর্তে যে ভাবে জনজোয়ার আছড়ে পড়ে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তাতে দেখা গিয়েছে, সাধারণ মানুষ দরজা দিয়ে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছেন। ধাক্কার জেরে টাল সামলাতে না পেরে অনেকেই মাটিতে পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়৷ দর্শনার্থীদের শান্ত করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি৷
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Heavy rush outside the Ram Temple as devotees throng the temple to offer prayers and have Darshan of Shri Ram Lalla on the first morning after the Pran Pratishtha ceremony pic.twitter.com/gQHInJ5FTz
— ANI (@ANI) January 23, 2024