Aajbikel

পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন শপিং মলে বিধ্বংসী আগুন, বার করে আনা হচ্ছে পর্যটকদের

 | 
পুরী

পুরী: পুরী তীর্থক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাতে পুরীর জগন্নাথ মন্দিরের সংলগ্ন একটি   মার্কেট কমপ্লেক্সে আগুন লাগে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। অকুস্থলে রয়েছেন শতাধিক দমকম কর্মী৷ পৌঁছে গিয়েছে ওডিশার বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷ আনা হয়েছে একাধিক অগ্নি নির্বাপক ইঞ্জিন৷ 

আরও পড়ুন- ৬ দিনে ছ’কোটি নগদে সম্পত্তি! বিপুল টাকার উৎস কী? কেষ্টর কাছ থেকে উত্তর চাইছে ED


বুধবার রাত ৯টা নাগাদ প্রথম আগুন দেখতে পাওয়া যায়। ভিড়ে ঠাসা বাজার এলাকায় একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মার্কেট চত্বরে। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন৷ রাতে আরও পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছয়৷ 


স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪০টিরও বেশি দোকান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, ওই বাজারের পাশেই রয়েছে বেশ কয়েকটি হোটেল। সেগুলিও ঢাকা পড়েছে কালো ধোঁয়ায়। 

পুলিশের তরফে জানানো হয়েছে, পুরীর লক্ষ্মী শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে আগুন লেগেছে। সেখানে একটি জামাকাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকেই ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এই বিধ্বংসী আগুনে দোতলার প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।  একাধিক দোকানের ভিতরে এখনও পকেট ফায়ার রয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

Around The Web

Trending News

You May like