জনবিস্ফোরণ! গতবারের তুলনায় কতটা বাড়ল এবারের ভোটার সংখ্যা?

নয়াদিল্লি: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ১১ এপ্রিল শুরু হচ্ছে সাত দফায় ভোট৷ নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা দেড় কোটিরও বেশি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ভোটারদের আরও বেশি করে নির্বাচনী পক্রিয়ায় অংশ নিতে বলেছেন। ১৮ থেকে ১৯ বছর বয়সী এই সব তরুণ তরুণীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷ দেশের ভোট ভোটারের সংখ্যা

জনবিস্ফোরণ! গতবারের তুলনায় কতটা বাড়ল এবারের ভোটার সংখ্যা?

নয়াদিল্লি: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ১১ এপ্রিল শুরু হচ্ছে সাত দফায় ভোট৷ নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা দেড় কোটিরও বেশি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  নতুন ভোটারদের আরও বেশি করে নির্বাচনী পক্রিয়ায় অংশ নিতে বলেছেন। ১৮ থেকে ১৯ বছর বয়সী এই সব তরুণ তরুণীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷ দেশের ভোট ভোটারের সংখ্যা ৯০ কোটি। তার মধ্যে নতুন ভোটার ১.৬৬ শতাংশ৷ এ বছরের ১ জানুয়ারি ১৮ পূর্ণ করেছেন এমন ভোটাররাই এবার ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন৷

ভোটের দিন ঘোষণার সময় মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোটারের সংখ্যা ৯০ কোটি। এই সংখ্যাটা ২০১৪ সালের তুলনায় প্রায় ৮ কোটি বেশি। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় ১.৬৬ শতাংশ৷ এদিকে এ বছর রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৩৮ হাজার ৫২৫।

নির্বাচন কমিশন জানিয়েছে বিশ্বের অনান্য দেশগুলিতে থাকা ভারতীয়রা ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ সংক্রান্ত আইনে বদল এসেছে। এ বছর এ ধরনের ভোটারের সংখ্যা ৭১ হাজার ৭৩৫ জন। দেশে মোট ১ কোটি ৩৫ লাখ ৯১৮টি ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হয়েছে। গতবার ভোট কেন্দ্রের এক কোটির কাছাকাছি। ভোট ঘোষণা হওয়ার পরেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ ভোট এলো। গণতন্ত্রের উৎসব শুরু হতে চলেছে। আমি আশা করি এবার রেকর্ড পরিমাণ ভোট পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =