নয়াদিল্লি: ভারতের দীর্ঘদিনের ঐকান্তিক প্রচেষ্টার জেরেই জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে। চিনের দয়ায় নয়। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকার এই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর সরকারের প্রধান লক্ষ্য ছিল। তার জেরেই এই সাফল্য এসেছে।
গত ১ মে চিন আপত্তি তুলে নিয়ে পাকিস্তান আশ্রিত জয়েশ জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। এর আগে চারবার বাধা দিয়েছে বেজিং। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় চিনা সরকার। হোয়াইট হাউসের হুঁশিয়ারি ছিল, প্রয়োজনে বিষয়টি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যাবে তারা। যেখানে যাবতীয় আলোচনা সর্বসমক্ষে হবে। বন্ধ দরজার আড়ালে নয়।