নয়াদিল্লি: গোটা বিশ্ব যখন বায়ুদূষণের কবলে, তখন মর্তে পুজিত ঈশ্বরই বা বাদ যান কি করে? আমাদের দিন থেকে রাতের নিত্যকর্মের সঙ্গে তাকেও জড়িয়ে ফেলেছি আমরা৷ আর তাইতো মাত্রাছাড়ানো দূষণের কোপ থেকে বাঁচতে ভগবানের মূর্তির মুখেও পলিউশন মাস্ক৷ভক্তরাই ভক্তিভরে এই মাস্ক পড়াচ্ছেন দেবতাদের৷
শিব-দূর্গা,কালী,সাঁইবাবা কোনো দেবতাই বাদ যাননি৷ এখন বারানসীর একাধিক মন্দিরে চোখে পড়ছে এই দৃশ্য৷ ভক্তদের বিশ্বাস ভগবান বাঁচলেই পৃথিবী বাঁচবে৷ প্রসঙ্গত উৎসবের মরশুম বিশেষত দিপালীর পর থেকেই ভারতের জনবহুল শহরগুলির হাওয়ায় দূষণের সূচক মাত্রা ছাড়িয়েছে৷ বারানসীতেও একই অবস্থা৷ তবে দূষণের জেরে দেবতাদের জন্য পলিউশন মাস্ক অদূর ভবিষ্যতের কোন অশুভ ইঙ্গিত বহন করছে?
The ‘Shivling’ at the Tarkeshwar Mahadev Temple in Varanasi is covered with a mask. Devotees say,”the air is polluted in the city & to save ‘Bhole Baba’ from this poisonous air we have put on the mask. We believe if he is safe, we will remain safe.” pic.twitter.com/gNPcj0ETZO
— ANI UP (@ANINewsUP) November 7, 2019