মাস্ক বাধ্যতামূলক, পর্যটন মরসুমে কোভিডবিধি জারি এই রাজ্যে

মাস্ক বাধ্যতামূলক, পর্যটন মরসুমে কোভিডবিধি জারি এই রাজ্যে

মানালি: চিনের করোনা সংক্রমণের গতি চিন্তা বাড়িয়েছে ভারতের। আবার কি ২০২০ সালের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে, এই প্রশ্ন উঠে গিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বললেও এই আশ্বাস দিয়েছে যে, আগের পরিস্থিতি ফিরবে না। তবে মানুষকে আবার আগের মতোই সচেতন হতে হবে। এই আবহেই এবার কোভিড বিধি জারি করে দিল হিমাচল প্রদেশ। জানান হয়েছে, পর্যটন মরসুমে মাস্ক পরতেই হবে সকলকে। অর্থাৎ, মাস্ক এই রাজ্যে হল বাধ্যতামূলক।

আরও পড়ুন- ডনেৎস্কে প্রত্যাঘাত, ইউক্রেন সেনার গোলায় বর্ষণে গুরুতর জখম রাশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী!

রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক। এমনই ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। কিছুদিন আগে পর্যন্ত রাজ্যের বাসিন্দা বা বাইরে থেকে আসা পর্যটকদের মাস্ক পরতে অনুরোধ জানিয়েছিল সরকার। কিন্তু এখন সরকারি নির্দেশিকা জারি করে তা বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকেই রাজ্যের পুলিশ ড্রোনের মাধ্যমে পর্যটকদের আনাগোনায় নজরদারি চালাচ্ছে। কে মাস্ক পরছেন বা পরছেন না, তার ওপর নজর রাখা হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এখন দিন প্রতি ২-৩ জন আক্রান্ত হচ্ছে কোভিডে। তাই সতর্ক হচ্ছে প্রশাসন।

চিনে করোনাভাইরাসের যে নতুন প্রজাতির খোঁজ মিলেছে সেটি হল ওমিক্রন বিএফ.৭। ভারতে ইতিমধ্যেই চারজনের দেহে এই প্রজাতির খোঁজ মিলেছে। তাঁরা ওড়িশা এবং গুজরাটের বাসিন্দা। গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে এই উপরূপের খোঁজ মিলেছে। এই ভাইরাসে আক্রান্ত একজন রোগী ১৫ থেকে ২০ জনকে সংক্রমিত করতে পারেন বলে বিশেষজ্ঞরা দাবি করছেন। সেখানে ভারতে করোনার ডেল্টা রূপ যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল তখন তার সংক্রমণের ক্ষমতা পাঁচের কাছাকাছি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *