স্ত্রীর সম্মতিতে প্রেমিকাকে বিয়ে! সমঝোতায় ভাগাভাগি স্বামী

স্ত্রীর সম্মতিতে প্রেমিকাকে বিয়ে! সমঝোতায় ভাগাভাগি স্বামী

রামপুর: আজও কোনও কোনও ক্ষেত্রে পুরুষদের দু’টো বিয়ের কথা শোনা যায়৷ তাও আবার লুকিয়ে চুরিয়ে নয়, লোকসমক্ষে৷ সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে, যেখানে এক ব্যক্তি প্রথম বউয়ের সম্মতিতে প্রেমিকাকে বিয়ে করেছেন৷ শুধু তাই নয়, তাঁর স্ত্রীরা আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা করে স্বামীকে ভাগ করে নিয়েছেন৷ দুই বউয়ের সম্মতিতে সপ্তাহের তিন দিন এক স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন এবং অন্য স্ত্রীর সঙ্গে বাকি তিন দিন থাকবেন৷

রামপুরের আজিমনগর থানা এলাকার ধোনকপুরির বাসিন্দা হলেও, তাখমিল আহমেদ কাজের খাতিরে চণ্ডীগড়ে থাকেন৷ বিবাহিত এই যুবকের ফেসবুকে  অসমের এক যুবতীর সঙ্গে আলাপ হয়৷ আলাপ গড়ায় প্রণয়ে৷ প্রেমে ওই যুবক এমনই হাবুডুবু খাচ্ছিলেন যে, তিনি যে আগে থেকেই বিবাহিত সে কথা প্রেমিকাকে বলতে ‘ভুলেই’ যান৷ অসমের সেই যুবতী তাখমিলের প্রেমে পাগল হয়ে চণ্ডীগড় চলে আসেন৷ এমনকি একসঙ্গে লিভ ইন করতে শুরু করেন তাঁরা৷ তখনই যুবতীটি গর্ভবতী হয়ে যান৷ সেই সময় প্রেমিকাকে এই অবস্থায় রেখেই নিজের গ্রামে পালিয়ে যান তাখমিল৷

কোনও উপায় না দেখে গর্ভবতী অবস্থায় অসমে নিজের বাড়িতে ফিরে যান যুবতী৷ সেখানেই তিনি এক পুত্র সন্তান প্রসব করেন৷ এরপর তাখমিলের  একটি ছবিকে সঙ্গী করে সন্তানকে কোলে নিয়েই তাঁর বাবাকে খুঁজতে বেরিয়ে পড়েন৷ কিছু সূত্র ধরে অসমের যুবতী রামপুরের আজিমনগর থানা এলাকায় আসেন৷ প্রেমিককে খুঁজে বের করতে পুলিশের সাহায্যে নেন এবং তাঁকে খুঁজে বের করেন৷

তাখমিল তখন চণ্ডীগড় থেকে পালিয়ে নিজের বাড়ি এসে স্ত্রীর সঙ্গে সুখে সংসার করছেন৷ হঠাৎ অসমের প্রেমিকাকে দেখে অবাক হয়ে যান যুবক৷ দু’পক্ষেই কান্নার রোল ওঠে৷ এরপর স্ত্রীর সম্মতিতে এবং পরিবারের সমর্থনে অসম থেকে আসা প্রেমিকাকে বিয়ে করেন যুবক৷ এখানেই শেষ নয়, বিয়ের পর দুই বউয়ের সম্মতিতে ঠিক হয় সপ্তাহের প্রথম তিনদিন অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধবার যুবক থাকবেন প্রথম পক্ষের সঙ্গে৷ সপ্তাহের দ্বিতীয় ভাগে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার কাটাবেন দ্বিতীয় পক্ষের সঙ্গে৷ এবার বাকি রবিবারটা ছুটি পেয়েছেন যুবক৷ রবিবার বাবা-মায়ের সঙ্গেই দিন কাটাবেন তিনি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =