শহিদ হয়েছেন দাদা, বোনকে বিয়ে দিলেন ৫০ জওয়ান

রোহতাস: জঙ্গিদের গুলিতে দু’বছর আগে শহিদ হয়েছেন দাদা৷ কিন্তু, বিয়ের দিন শহিদ জওয়ানের বাড়িতে হাজির হয়ে বোনকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠালেন ৫০ জওয়ান৷ অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল বিহারের রোহতাসের বাদিলাডিহ গ্রাম৷ গত সপ্তাহে বায়ুসেনার শহিদ গরুড় কমান্ডো জ্যোতিপ্রকাশ নিরালার বোনের বিয়ে ছিল৷ শহিদ সহকর্মীর বোনের বিয়ের খবর পেয়ে সটান বিয়ে বাড়িতে হাজির হয়ে যান দাদার

শহিদ হয়েছেন দাদা, বোনকে বিয়ে দিলেন ৫০ জওয়ান

রোহতাস: জঙ্গিদের গুলিতে দু’বছর আগে শহিদ হয়েছেন দাদা৷ কিন্তু, বিয়ের দিন শহিদ জওয়ানের বাড়িতে হাজির হয়ে বোনকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠালেন ৫০ জওয়ান৷ অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল বিহারের রোহতাসের বাদিলাডিহ গ্রাম৷

গত সপ্তাহে বায়ুসেনার শহিদ গরুড় কমান্ডো জ্যোতিপ্রকাশ নিরালার বোনের বিয়ে ছিল৷ শহিদ সহকর্মীর বোনের বিয়ের খবর পেয়ে সটান বিয়ে বাড়িতে হাজির হয়ে যান দাদার ৫০ সহকর্মী৷ দু’টি লাইনে ভাগ হয়ে হাঁটু মুড়ে  মাটিতে হাত রেখে তালু উপরের দিকে ঘুরিয়ে বোনকে ছাদনাতলায় পৌঁছে দেন ৫০ জওয়ান৷ এক দাদাকে হারিয়ে বিয়ের দিন ৫০ দাদাকে পেয়ে আনন্দ-কষ্টে বুক ফাঁটে বোন শশীকলার৷

২০১৭ সালের ১৮ নভেম্বর৷ কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন দাদা জ্যোতিপ্রকাশ৷ এক আহত সহকর্মীকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয় জ্যোতিপ্রকাশের৷ এই বীরত্বের জন্য মরণোত্তর অশোক চক্র সম্মানও পান তিনি৷ ২০১৮ সালের প্রজাতন্ত্র দিবসে তাঁর মা মালতি দেবী ও স্ত্রী সুষমার হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =