নয়াদিল্লি: সারা দেশের নিরিখে পশ্চিমবঙ্গে আর্সেনিক আক্রান্ত বস্তির সংখ্যা সর্বোচ্চ। যদিও জলে আর্সেনিকের পাশাপাশি ফ্লোরাইড, আয়রন, নাইট্রেট কিংবা বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতির কারণে রোগাক্রান্তের সংখ্যায় সারা দেশের মধ্যে বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে। লোকসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় পানীয় জলমন্ত্রী উমা ভারতী৷
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট ৯ হাজার ২৫০টি বস্তির মানুষ আর্সেনিকে আক্রান্ত। আর সারা দেশে আর্সেনিক আক্রান্ত এহেন বসতির সংখ্যা ১৫ হাজার ৭৫৬। এবং আর্সেনিক সহ জলে অন্যান্য যৌগের উপস্থিতির কারণে পশ্চিমবঙ্গের মোট রোগাক্রান্ত বস্তির সংখ্যা ১৬ হাজার ৫১১টি। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে রাজস্থান। ওই রাজ্যে রোগাক্রান্ত বসতির সংখ্যা মোট ১৮ হাজার ৪৩৪টি। আর সারা দেশে এই সংখ্যাটি ৬১ হাজার ২৫৪। ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (আইএমআইএস) তথ্য অনুসারে এই জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লিখিতভাবে জানিয়েছেন, উল্লিখিত সমস্যার সমাধানে ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ আর্থিক বছরে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে৷