নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গোটা বিশ্ব চিন্তিত এবং আতঙ্কিত। প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়ের কার্যত কাবু হয়েছে দেশের পর দেশ। ভারতের অবস্থাও খুব একটা ভালো ছিল না কয়েক সপ্তাহ আগে পর্যন্ত। এতে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি নাজেহাল অবস্থা মাওবাদী শিবিরেরও। একের পর এক শীর্ষ নেতা আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে এবং তাদের মধ্যে অনেকের মৃত্যু ঘটেছে। এখন সব কিছুকে ছাপিয়ে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক চিন্তার কারণ মাওবাদীদের।
আরও পড়ুন- হু হু করে বাড়ছে ডিমের দাম, মানুষ খাবে কী? মাথায় হাত মধ্যবিত্তের
সম্প্রতি মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটি একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে, তাদের কমিটির সম্পাদকের করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে যার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। অন্যদিকে রাজ্য কমিটির আরেক সদস্য ভাইরাসের কারণে মৃত্যু হয় যার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। এদিকে গোয়েন্দা রিপোর্ট বলছে যে বিগত কয়েক সপ্তাহে কমপক্ষে ২০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের কারণে। এর পাশাপাশি একাধিক মাওবাদী নেতা ভাইরাসে আক্রান্ত বলেও জানিয়েছে। প্রথম থেকে অবশ্য মাওবাদীরা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর সামনে আনছিল না কিন্তু তাদের একের পর এক নেতার মৃত্যু হওয়ায় এখন এই খবর তারা প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছে। এই অবস্থায় স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে মাওবাদীরা। নিজেদের নেতাদের সুস্থ করে তুলতে তারা বদ্ধপরিকর এবং সেই কারণে গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ রেখে যথোপযুক্ত ব্যবস্থা করার চেষ্টা করছে তারা।
আরও পড়ুন- বাড়তে চলেছে বাসের ভাড়া! ন্যূনতম ভাড়া কত করার প্রস্তাব?
বিশেষজ্ঞরা মনে করছেন, করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ দেশের সব অংশে প্রভাব ফেলেছে আর সেই প্রভাব থেকে বাদ যায়নি মাওবাদী শিবির। দ্বিতীয় ঢেউয়ের কারণে বিভিন্ন জেলার গ্রামের পর গ্রাম বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে উপযুক্ত চিকিৎসা সামগ্রী অভাব যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে সচেতনতার অভাব। আর ঠিক এই কারণেই সংক্রমণ দিনদিন বেড়েছে বলে মনে করছে অভিজ্ঞরা।