ভোট শুরুর মুখেই রক্তপাত ছত্তিশগড়ে, ভোটকর্মী সহ আহত এক জওয়ান

ভোট শুরুর মুখেই রক্তপাত ছত্তিশগড়ে, ভোটকর্মী সহ আহত এক জওয়ান

maoist

রায়পুর: মঙ্গলবার বিধানসভা ভোটের প্রথম দফা ছত্তিশগড়ে। তার আগেই রক্তপাত রাজ্যে। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন তিনজন। জানা গিয়েছে, তাদের মধ্যে দুজন ভোটকর্মী, এক জন বিএসএফ জওয়ান। পুলিশ সূত্রে খবর, এঁরা সকলেই ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। তখনই তাদের ওপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। 

নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী) এবারেও ভোট বয়কট করেছে। তাই স্বাভাবিক নিরাপত্তার থেকেও বেশি পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের একাধিক প্রান্তে। তার মধ্যেই এই হামলার ঘটনার ভোটের আগে উদ্বেগ বাড়াল প্রশাসনের। এর আগে ২০১৮ সালের বিধানসভা ভোটের আগের দিন মাওবাদী হামলায় নিহত হয়েছিলেন এক বিএসএফ জওয়ান। এবারও যাতে তেমন কোনও ঘটনা না ঘটে তার চেষ্টা হয়েছিল। কিন্তু হামলার ঘটনা আটকানো গেল না। 

পুলিশ জানিয়েছে, ছোটবেঠিয়া থানা এলাকায় জঙ্গল ঘেরা এলাকায় চারটি ভোটগ্রহণকারী দল এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ বাহিনীর ওপর হামলা চালিয়েছে মাওবাদীরা। আইইডি বিস্ফোরণের পর জওয়ানদের সঙ্গে তাদের গুলির লড়াইও হয়। তবে বাড়তি বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর ফলে আর রক্ত ঝরেনি। আহতদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী ছোটবেঠিয়া হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =