নয়াদিল্লি: বিহারের নিষিদ্ধ মাওবাদী সংঠনের কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সম্প্রতি। এই অস্ত্র উদ্ধার খবর শিহরিত করে না, কারণ মাওবাদীদের কাছে অস্ত্র থাকাটা স্বাভাবিক। কিন্তু তা বলে এক দম্পতির কাছ থেকে মিলবে ৪৫ টি পিস্তল! এই খবর অবশ্যই অবাক করে। আর এমনটাই সত্যি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। ওই দম্পতির ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ওই অস্ত্র।
আরও পড়ুন- উত্তরপ্রদেশ মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক জাতীয় সংগীত
জানা গিয়েছে, ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে দিল্লিতে এসেছিলেন তারা। সম্পর্কে দুজনে স্বামী-স্ত্রী। তাদের নাম জগজিৎ সিং এবং জসবিন্দর কৌর। বিমানবন্দরে নামার পর তাদের ধরে ফেলে শুল্ক দফতর। ট্রলি ব্যাগ ভর্তি ৪৫ টি পিস্তল উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। তবে সেগুলি আদতে আসল কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মনে করা হচ্ছে সেগুলি আসল কিন্তু নিশ্চিত হতে সব পিস্তলগুলিকে ব্যালাস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও খবর মিলেছে, এর আগেও এই দম্পতি টার্কি থেকে একাধিক পিস্তল এনেছিলেন। এবার তারা এনেছে বিভিন্ন ব্র্যান্ডের পিস্তল।
পিস্তলগুলিকে দেখে অনুমান করা হচ্ছে এগুলির বাজারদর প্রায় ২২ লক্ষ টাকা হবে। এখন গোটা বিষয়ের তদন্তে নেমেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সন্ত্রাস দমন শাখা। জানার চেষ্টা চলছে এই দম্পতি ঠিক কোথা থেকে কার থেকে পিস্তল নিয়ে এসেছে। আর এত সুরক্ষা ব্যবস্থা থাকার পরেও কী ভাবে তারা বিমানে এই পিস্তল নিয়ে উঠল তাও খতিয়ে দেখা হচ্ছে।